তালিবান গোষ্ঠী ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে, সেদেশে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের নিশানা করে অনলাইন নিগ্রহ ও ঘৃণাভাষণ মারাত্মক বৃদ্ধি পেয়েছে। সোমবার প্রকাশিত যুক্তরাজ্য-ভিত্তিক এক অধিকার গোষ্ঠীর রিপোর্ট থেকে এমনটা জানা গেছে।
অলাভজনক সংস্থা সেন্টার ফর ইনফর্মেশন রেসিলিয়েন্স পরিচালিত ‘আফগান উইটনেস’ প্রকল্প জানিয়েছে, ২০২১ সালের জুন-ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন-ডিসেম্বরের মধ্যে অনলাইনে নারীদের নিগ্রহমূলক পোস্ট তিনগুণ অর্থাৎ ২১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মিয়ানমারে এই ধরনের গবেষণা থেকে অর্জন করা দক্ষতার উপর ভিত্তি করে, আফগান উইটনেসের বিশেষজ্ঞদল এক্স (সাবেক ট্যুইটার) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছেন এবং তালিবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের উপর অনলাইন নিগ্রহের প্রকৃতি বুঝতে ছয়জন আফগান নারীর বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন।
যৌন সহিংসতার হুমকি
রিপোর্টে বলা হয়েছে, তদন্তকারী দল স্থানীয় আফগান ভাষা দারি ও পাশতোতে লেখা “৭৮ হাজারের বেশি পোস্ট” সংগ্রহ করেছে এবং বিশ্লেষণ করেছে, যেগুলো “প্রায় ১০০ জন রাজনৈতিকভাবে সক্রিয় আফগান নারীর অ্যাকাউন্টকে নিশানা করে” পোস্ট করা হয়েছে।
এই রিপোর্টের লেখক বলেছেন, সাক্ষাৎকারগুলি ইঙ্গিত দিয়েছে যে, অনলাইনে অপমানজনক পোস্টের বিস্তার নারীদের লক্ষ্যবস্তু বানাতে সাহায্য করেছে।
সাক্ষাৎকারে আফগান নারীরা জানিয়েছেন, তাঁরা পর্ণগ্রাফিক বিষয় সম্বলিত বার্তা পেয়েছেন। সেই সঙ্গে যৌন সহিংসতা ও মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে তাঁদের।
“আমার ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘৃণা তারা দেখায় তার সঙ্গে বাস্তব জীবনে তারা যা মনে করে তার ফারাক নেই,” এক নারী আফগান উইটনেসকে বলেন।
এই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে তালিবান সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি