অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের সাথে সম্পর্ক 'সাময়িকভাবে ছিন্ন করার’ জন্য মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইসরাইলের সাথে রাজনৈতিক সম্পর্কযুক্ত মুসলিম রাষ্ট্রগুলোকে অন্তত ‘সীমিত সময়ের জন্য’ দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।

ইসরাইলের ওপর তেল এবং খাদ্য নিষেধাজ্ঞার আহ্বানের কয়েক সপ্তাহ পরে তিনি এ আহ্বান জানান।

“কোনো কোনো ইসলামি সরকার পার্লামেন্টে ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়েছে, কেউ কেউ জানায়নি। এটি অগ্রহণযোগ্য,” খামেনি বলেন।

খামেনি আবারও বলেন, ইসলামি সরকারের প্রধান কাজ হওয়া উচিত ইসরাইলকে জ্বালানি এবং পণ্য থেকে বিচ্ছিন্ন করা।

“ইসলামি সরকারগুলোর উচিত অন্তত সীমিত সময়ের জন্য ইসরাইলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা,” তিনি বলেন।

Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei visits the IRGC Aerospace Force achievements exhibition in Tehran
আয়াতুল্লাহ আলী খামেনি নভেম্বরের ১৯ তারিখ তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র পরিদর্শন করেন।

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

সৌদি আরবের রাজধানীতে ১১ নভেম্বর অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন এবং আরব লীগের সদস্যদের মধ্যে একটি যৌথ শীর্ষ সম্মেলনের সময়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরাইলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করতে অনুরোধে করেন, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো তাতে রাজি হয়নি।

ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে অভিহিত ফাত্তাহ টুসহ ইসলামি বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের “সর্বসাম্প্রতিক অর্জন” এর প্রদর্শনীতে খামেনি তার এই সর্বসাম্প্রতিক মন্তব্য করেন।

জুন মাসে ইরান তার দেশে তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনসমক্ষে প্রদর্শন করেছিল। তারা বলেছিল, এটি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সবচেয়ে উন্নত অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারবে।

XS
SM
MD
LG