অ্যাকসেসিবিলিটি লিংক

শিফা হাসপাতাল খালি করতে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরাইল


গাজা ভূখণ্ডে বিধ্বস্ত ভবনগুলোর উপরে ইসরাইলি পতাকা উড়ছে। ( ১৮ নভেম্বর, ২০২৩)
গাজা ভূখণ্ডে বিধ্বস্ত ভবনগুলোর উপরে ইসরাইলি পতাকা উড়ছে। ( ১৮ নভেম্বর, ২০২৩)

সর্বসাম্প্রতিকঃ

  • ঘটনাস্থলে থাকা এএফপির এক প্রতিবেদক জানান, ইসরাইল শিফা হাসপাতালকে 'রোগী, আহত, বাস্তুচ্যুত ও চিকিৎসা কর্মীদের' সরিয়ে নিতে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।
  • জ্বালানি চালান আসার পরে ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি গাজায় ফোন এবং ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে পুনরুদ্ধার করেছে।
  • যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরাইল বলছে, মানবিক কারণে তারা গাজায় সীমিত পরিমাণ জ্বালানি প্রবেশের অনুমতি দেবে।
  • বিশ্ব খাদ্য কর্মসূচীর নির্বাহী পরিচালকের মতে গাজা “অনতিবিলম্বেই চরম খাদ্যাভাবের” মুখোমুখি হচ্ছে ।
  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে সফল হয়নি।
  • ইসরাইল ফিলিস্তিনিদের গাজার দক্ষিণাঞ্চলের চারটি শহর ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে।
  • ইসরাইলি বাহিনী শিফা হাসপাতালের চারপাশে অভিযান চালিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনারা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে বলেছে, “রোগী, আহত, বাস্তুচ্যুত ও চিকিৎসাকর্মীদের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে এবং তাদের পায়ে হেঁটে সমুদ্রতীরের দিকে যেতে হবে।”

ইসরাইল বিশ্বাস করে, গাজার বৃহত্তমএই চিকিৎসা কেন্দ্রটি হাসপাতালের নীচে চেম্বারে হামাস জঙ্গিদের আশ্রয় দেয়।

ইসরাইল এর আগেও হাসপাতালটি খালি করার আহ্বান জানিয়েছিল, কিন্তু চিকিৎসা কর্মীরা বলছেন যে তাদের কাছে এমন রোগী রয়েছে যাদের সরানো যায় না।

শিফায় বিদ্যুৎ সংকটের কারণে শিশুসহ , অন্যান্য রোগীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বুধবার ইসরাইলি সেনারা যখন হাসপাতালটি সরিয়ে নেয় তখন দুই হাজারেরও বেশি রোগী, কর্মী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি হাসপাতালে আশ্রয় নিয়েছিল।

ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি প্যালটেল জানিয়েছে, গাজায় জ্বালানি সরবরাহ পাঠানোর পর তারা আংশিকভাবে ফোন ও ইন্টারনেট সেবা পুনরুদ্ধার করেছে।

ফিলিস্তিনের এক সীমান্ত কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রায় ১৭ হাজার লিটার জ্বালানির প্রথম চালান শুক্রবার রাতে মিশর থেকে রাফাহ ক্রসিং অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে ইসরাইল শুক্রবার বলেছে, তারা মানবিক উদ্দেশ্যে গাজা ভূখন্ডে জ্বালানির অল্প চালানের অনুমতি দেবে। জাতিসংঘের ত্রাণ বহর টানা তৃতীয় দিনের জন্য স্থগিত রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, “গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে আমাদের মানবিক দায়িত্বের ন্যূনতম পূরণের জন্য প্রতিদিন প্রায় দুই লাখ লিটার (৫২ হাজার ৮৩৪ গ্যালন) পানি প্রয়োজন”।

গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের সন্ত্রাসী হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর ইসরাইল হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

ভয়েস অব আমেরিকার সংবাদদাতা নাতাশা মোজগোভায়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিবেদক সিন্ডি সাইন এবং জাতিসংঘের সংবাদদাতা মার্গারেট বশির এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এই নিবন্ধের জন্য কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG