কর্পোরেট মুনাফা, পরিবেশের অপব্যবহার, কাজের খারাপ পরিবেশ ও ইসরাইল-হামাস যুদ্ধের বিরোধিতা করে রবিবার সান ফ্রান্সিসকোর নগরকেন্দ্রে বিক্ষোভ করেছে সক্রিয়বাদীরা। এই শহরে একটি বৈশ্বিক বাণিজ্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে প্রেসিডেন্ট জো বাইডেনসহ প্রায় দুই ডজন দেশের নেতারা যোগ দেবেন। এই সম্মেলনের বিরোধিতা করে ঐক্যবদ্ধ বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ সক্রিয়বাদীরা।
এই সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপিইসি নেতাদের শীর্ষ সম্মেলন। ধারণা করা হচ্ছে, সপ্তাহ জুড়েই এই সম্মেলন ঘিরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সম্মেলনে কয়েকশ’ আন্তর্জাতিক সাংবাদিকসহ ২০ হাজারের বেশি মানুষ সমবেত হতে পারেন। ১০০টির বেশি তৃণমূল স্তরের সংগঠন নিয়ে গঠিত ‘নো টু এপিইসি’ জোট বলেছে, এপিইসি শীর্ষ সম্মেলনে, শ্রমিক ও তাদের পরিবারকে শোষণ করে, এমন বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়ে থাকে।
মস্কোন সেন্টার কনফারেন্স হল এবং অন্যান্য সম্মেলন স্থান ঘিরে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সেখানে শুধুমাত্র অংশগ্রহণকারীরা যাওয়ার সুযোগ পাবেন। আর, বিশ্বনেতারা হয়তো এই বিক্ষোভের আঁচ অনুভব করতে পারবেন না।
তবে, ফিলিস্তিনি যুব আন্দোলনের সংগঠক সুজান আলি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে জবাবদিহিতার আওতায় আনা উচিৎ। তিনি আরো বলেন, “আমরা সক্রিয় আছি ও একসঙ্গে মিছিল করছি। তারপরও যদি তারা আমাদের দেখতে না পান, তাহলেও তারা জানবেন, আমরা এখানে আছি।”
সান ফ্রান্সিসকোতে সরব ও জোরালো বিক্ষোভের দীর্ঘ ঐতিহ্য রয়েছ। ১৯৯৯ সালে একটি বিশ্ব বাণিজ্য সংগঠনের সম্মেলনের সময় লক্ষাধিক বিক্ষোভকারী সিয়াটলের রাস্তায় নেমে এসেছিলো।