অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে নিশানা করে হুথির হামলার পর ইয়েমেনে ইন্টারনেট বিভ্রাট


ইয়েমেন
ইয়েমেন

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন জুড়ে শুক্রবার ইন্টারনেট সংযোগ বিকল হয়ে পড়ে এবং কয়েক ঘন্টা ধরে এই পরিস্থিতি চলে। এই ইন্টারনেট বন্ধের জন্য পরে কর্মকর্তারা অঘোষিত “রক্ষণাবেক্ষণ কাজ”কে দায়ী করেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালের দিকে ইন্টারনেট বিভ্রাট শুরু হয় এবং এই দেশের প্রধান ইন্টারনেট সরবরাহকারী সংস্থা ইয়েমেননেটে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই সংস্থা প্রায় ১ কোটি ব্যবহারকারীকে ইন্টারনেট সরবরাহ করে থাকে। ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথিরা এখন এটি নিয়ন্ত্রণ করে।

ইন্টারনেট বিভ্রাটকে ট্র্যাক করে নেটব্লকস গোষ্ঠী এবং ইন্টারনেট পরিষেবা সংস্থা ক্লাউডফ্লেয়ার—উভয়ই এই বিভ্রাটের খবর জানিয়েছে। এমন বিভ্রাটের কারণ কী তা নিয়ে কোন সংস্থাই কিছু জানায়নি।

ক্লাউডফ্লেয়ার বলেছে, “তথ্য দেখাচ্ছে যে, এই সমস্যা জাতীয় স্তরে সংযোগের উপর প্রভাব ফেলেছে।”

বেশ কয়েক ঘন্টা পরে কয়েকটি পরিষেবা চালু করা হয়। যদিও ইন্টারনেট ব্যবহারে এখনও সমস্যা রয়েছে।

হুথি-নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা-কে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের পাবলিক টেলিকম কোর এই বিভ্রাটের জন্য রক্ষণাবেক্ষণকেই দায়ী করেছে।

এই বিবৃতিতে এক অজ্ঞাত পরিচয় কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে , “রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ইন্টারনেট পরিষেবা ফিরে আসবে।”

২০২২ সালের জানুয়ারিতে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট হোদেইদার বন্দর শহর রেড সিটিতে একটি টেলিযোগাযোগ ভবনে বোমা হামলা চালালে এর আগে এমন বিভ্রাট ঘটে। এই ধরনের হামলার কোন তাত্ক্ষণিক সংবাদ এবার পাওয়া যায়নি।

মন্তব্যের জন্য শুক্রবার অনুরোধ করা হলে কেবল নিয়ন্ত্রণকারী সংস্থা জিসিএক্স কোনও জবাব দেয়নি।

XS
SM
MD
LG