আফগানিস্তানে তালিবান কর্মকর্তারা বলেন, কাবুলে এক মিনিবাসে বোমা ফেটে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়।
পুলিশের এক মুখপাত্র হতাহতের খবর নিশ্চিৎ করে বলেন পশ্চিম দাশতি বারচি এলাকায় ঐ ঘটনা ঘটে, যা কিনা কাবুলের শিয়া প্রধান একটি এলাকা।
মুখপাত্র খালিদ জাদরান বলেন, ঐ হামলার ঘটনার তদন্ত চলছে।
আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ঐ হামলার নিন্দা করে বলেন হাজারা শিয়া গোষ্ঠীর ওপর এক মাসের কম সময়ের মধ্যে এটি তৃতীয় হামলা।
কেউ তাৎক্ষণিকভাবে ঐ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট-খোরাসানকে সন্দেহ করা হচ্ছে।
তারা কাবুলে আফগান শিয়াদের মিছিল, মসজিদ ও স্কু্লে অতীতে হামলা চালিয়েছে।
গত মাসে আইএস-কে দাশতি বারচিতে একটি জিম এবং বাগলান প্রদেশে শিয়া মোল্লাদের একটি সমাবেশে দুটি বোমা হামলা চালায়। এতে যথাক্রমে ৪ জন এবং ১০ জন মোল্লা নিহত হয়।