অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত, বলছেন স্থানীয় কর্মকর্তা


মামফে এবং বেঞ্জেম, ক্যামেরুন।
মামফে এবং বেঞ্জেম, ক্যামেরুন।

সোমবার খুব ভোরে পশ্চিম ক্যামেরুনের একটি শহরে বন্দুকধারীরা ঘুমন্ত মানুষদের ওপর গুলি চালায়। এতে অন্তত ২০ জন নিহত হয়। স্থানীয় সরকারি এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

আশেপাশের মানু বিভাগের প্রশাসনিক প্রধান বলেন, হামলাকারীরা ভোরের আগে হামলা চালায় এবং মামফেতে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। ক্যামেরুনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহরটি নাইজেরিয়ার সীমান্ত থেকে ৫০ কিমি (৩০ মাইল)-এর কম দূরত্বে অবস্থিত।

কর্মকর্তা ভিয়াং মেকালা রয়টার্সকে বলেছেন, সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকা তল্লাশি করছে। তিনি বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের আতংকিত হওয়া উচিত নয়।"

ক্যামেরুনের সংখ্যালঘু ইংরেজি-ভাষী অংশের বিচ্ছিন্নতাবাদীরা ২০১৭ সাল থেকে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছে।

সশস্ত্র গোষ্ঠীগুলো প্রধানত ফরাসিভাষী আফ্রিকান দেশটির উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ড চালিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী সোমবারের হামলার দায় স্বীকার করেনি।

XS
SM
MD
LG