তুরষ্কে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পৌঁছোনোর কয়েক ঘন্টা আগে শত শত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারি একটি বিমান ঘাঁটিতে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে। ঐ বিমান ঘাঁটিতে আমেরিকান সেনারা অবস্থান করছে।
গাজার মানবিক পরিস্থিতির অবনতি ঘটায় তুরষ্ক ইসরাইলের জোর সমালোচনা করছে।
তুরষ্ক দুই রাষ্ট্রের সমাধানে বিশ্বাস করে। তারা ফিলিস্তিনি জঙ্গী গোষ্ঠী হামাসের সদস্যদের আশ্রয় দেয়। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর সে দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
এ সপ্তাহের আগের দিকে ইসলামপন্থী ত্রাণ সংস্থা আই এইচ এইচ হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন দক্ষিণের আদানা প্রদেশে ইনসার্লিক বিমান ঘাঁটিতে বিক্ষোভকারিদের নিয়ে যেতে যান বহরের ব্যবস্থা করে। তারা গাজায় ইসরাইলের আক্রমণ এবং এর প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদ জানায়।
ঐ বিমান ঘাঁটি সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত আন্তর্জাতিক কোয়ালিশনকে সহায়তা করার জন্য ব্যবহার করা হয়, যেখানে আমেরিকান সেনারা অবস্থান করছে। আই এইচ এইচ ঐ বিমান ঘাঁটি বন্ধ করার দাবি জানায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, তুর্কি এবং ফিলিস্তিনি পতাকা বহনকারি বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করছে।
বিক্ষোভকারিদের পুলিশের দিকে চেয়ার, পাথর এবং অন্যান্য জিনিস ছুঁড়তে দেখা যায়।