অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদের আলোচনাকে সামনে রেখে সংস্কার করছে কিয়েভ


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন কিয়েভে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হন, ৪ নভেম্বর, ২০২৩। (ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস/রয়টার্সের মাধ্যমে হস্তান্তর)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন কিয়েভে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হন, ৪ নভেম্বর, ২০২৩। (ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস/রয়টার্সের মাধ্যমে হস্তান্তর)

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন শনিবার কিয়েভ সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডিসেম্বরে ইইউ সদস্যপদ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি পূরণে, ইউক্রেনের অগ্রগতি সম্পর্কে এই সপ্তাহে একটি ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।

জেলেন্সকির সাথে সাক্ষাতের পরে ভন ডার লেয়েন বলেন,

“আপনি চমৎকার অগ্রগতি করেছেন, এটা অবশ্যই আনন্দের ব্যাপার। আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয় যে, আপনি অস্তিত্বের যুদ্ধে লড়ছেন এবং একই সাথে আপনি আপনার দেশে গভীরভাবে সংস্কার আনছেন।”

জেলেন্সকি শনিবার তার দৈনন্দিন ভাষণে বলেন, "ইউক্রেন একটি বিশাল পথ অতিক্রম করেছে । এটি এমন একটি জায়গা থেকে লড়ছে, যেখানে অনেকে একটা পুরোদস্তুর যুদ্ধের সময় ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের জোটের সম্ভাবনায় বিশ্বাস করেনি। রেকর্ড গতিতে একটি প্রার্থী দেশের মর্যাদা অর্জন এবং আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় পূর্বশর্তগুলি পূরণ করতে হচ্ছে আমাদের।”

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েক দিন পরই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল দেশটি।

ভন ডার লেয়েনের সাথে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে বলে অস্বীকার করে বলেছেন, যুদ্ধের ২১ তম মাসে প্রবেশ করছেন তারা। এ সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করার জন্য তার মিত্রদের কাছ থেকে আরও সহায়তা প্রয়োজন।

XS
SM
MD
LG