নেপালের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১২৮ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। শনিবার সকালের এক ভিডিও চিত্রে দেখা গেছে জাগরকোটের কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১ লাখ ৯০ হাজার জনসংখ্যার পাহাড়ি জেলা জাগরকোট এবং দুর্গম পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলোর নিকটবর্তী এলাকায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
কর্ণালি প্রদেশের জাগরকোট জেলায় শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাগরকোট। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। কিন্তু জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস পরে এর মাত্রা কমিয়ে ৫ দশমিক ৭ এবং যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএস জিওলজিক্যাল সার্ভে) ৫ দশমিক ৬ মাত্রা বলে জানায়।
২০১৫ সালে নেপালে দুটি ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষ মারা গিয়েছিল। পুরো শহর, শতাব্দী প্রাচীন মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থানগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দশ লক্ষেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে যায় , যার ফলে ৬০০ কোটি ডলারের অর্থনৈতিক