অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্টের প্রতিনিধি পরিষদে ১৪৩০ কোটি  ডলারের ইসরাইল বিলের ওপর ভোটাভুটি


১ নভেম্বর, সিনেটের রিপাবলিকানদের সাথে বৈঠকের জন্য স্পিকার মাইক জনসন ও সেনটার রন জনসন সিনেট ভবনে যাচ্ছেন। হাউজে আজ ইসরাইলের জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনার উপর ভোট দেওয়ার পরিকল্পনা করেছে।
১ নভেম্বর, সিনেটের রিপাবলিকানদের সাথে বৈঠকের জন্য স্পিকার মাইক জনসন ও সেনটার রন জনসন সিনেট ভবনে যাচ্ছেন। হাউজে আজ ইসরাইলের জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের সহায়তা পরিকল্পনার উপর ভোট দেওয়ার পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্টের প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার অভ্যন্তরীণ রাজস্ব সেবা তহবিল হ্রাস করে ইসরাইলকে ১৪৩০ কোটি ডলার সহায়তা দেওয়ার জন্য রিপাবলিকান পরিকল্পনার উপর ভোটাভুটির পরিকল্পনা করেছে তবে তাতে ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত সিনেট এবং হোয়াইট হাউসের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করেছে।

ইসরাইল, তাইওয়ান ও ইউক্রেন এবং সেই সঙ্গে মানবিক সাহায্যর জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধ সত্ত্বেও প্রতিনিধি পরিষদের নতুন হাউস স্পিকার মাইক জনসনের অধীনে প্রথম প্রধান কোনো আইনি পদক্ষেপ হিসেবে রিপাবলিকানরা সোমবার বিলটি উন্মোচন করেছে।

বিলটি সমর্থন পাওয়ার জন্য সকালে প্রথম পরীক্ষায়, নিয়মমাফিক ভোটের মুখোমুখি হবে তবে বিকেলে চূড়ান্ত ভোটের আগে একে বেশ কয়েকটি বাধা অতিক্রম করতে হবে।

সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান আসন সংখ্যা ২২১-২১২ তবে বাইডেনের সতীর্থ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে আসন হচ্ছে ৫১-৪৯। কোনো বিল আইনে পরিণত করতে হলে হাউস এবং সেনেটের অনুমোদন পেতে হবে এবং বাইডেনকে স্বাক্ষর করতে হবে।

সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার বলেছেন, রিপাবলিকান বিলটি প্রতিনিধি পরিষদে পাস হলেও উচ্চকক্ষে পৌঁছানোর আগেই তা হেরে যাবে। হোয়াইট হাউস এতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে।

ডেমোক্রেটরা আইআরএসের জন্য অর্থ হ্রাসের বিরোধিতা করে বলেছে যে কর সংগ্রহ হ্রাস করলে দেশের বাজেট ঘাটতি বাড়িয়ে তুলবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা অপরিহার্য বলেও জানান তারা।

যদিও ডেমোক্র্যাট এবং অনেক রিপাবলিকানইএখনও ইউক্রেনকে জোরালোভাবে সমর্থন করলেও রিপাবলিকানদের একটি ছোট কিন্তু সোচ্চার দল কিয়েভের সরকারকে আরও অর্থ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে কংগ্রেস ইউক্রেনের জন্য ১১,৩০০ কোটিডলার অনুমোদন করেছে।

XS
SM
MD
LG