অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধী রাজনীতিবিদদের ফোন হ্যাকিংয়ের অভিযোগ খতিয়ে দেখছে ভারত


ফাইলঃ ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী ভিষ্ণু ২০২৩ সালের ২৮ জুলাই, গান্ধীনগরে বার্ষিক সেমিকন্ডাক্টর সম্মেলনের ‘সেমিকন ইন্ডিয়া ২০২৩’-এ শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেন।
ফাইলঃ ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী ভিষ্ণু ২০২৩ সালের ২৮ জুলাই, গান্ধীনগরে বার্ষিক সেমিকন্ডাক্টর সম্মেলনের ‘সেমিকন ইন্ডিয়া ২০২৩’-এ শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী ভিষ্ণু বলেছেন, অ্যাপলের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর বিরোধী দলের শীর্ষস্থানীয়রাজনীতিবিদদের মোবাইল ফোন হ্যাকিংয়ের অভিযোগ সাইবার সিকিউরিটি এজেন্সি তদন্ত করে দেখছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বৃহস্পতিবার ভিষ্ণুর উদ্ধৃতি দিয়ে বলেছে যে, নয়াদিল্লিভিত্তিক কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সিইআরটি-ইন তদন্ত শুরু করেছে। অ্যাপেল নিশ্চিত করেছে যে তারা তদন্ত বিষয়ে নোটিশ পেয়েছে।

ভিষ্ণুর একজন রাজনৈতিক সহকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রাজনীতিবিদদের উত্থাপিত সমস্ত সাইবার নিরাপত্তা বিষয়ক উদ্বেগ যাচাই করা হচ্ছে।

অ্যাপেলের পক্ষ থেকে তদন্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনীতিবিদদের মোবাইল ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ এনেছিলেন। কয়েকজন আইনপ্রণেতা আইফোন প্রস্তুতকারকের উদ্ধৃতি দিয়ে একটি (ফোন) বিজ্ঞপ্তির ছবি তুলে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন যেখানে বলা হয়ঃ “অ্যাপেল নিশ্চিত যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার হ্যাকাররা আপনাকে টার্গেট করছে। যারা দূর থেকে বা রিমোটলি আপনার অ্যাপেল আইডির সাথে যুক্ত আইফোনে ঢোকার চেষ্টা করছে।

মোদী সরকারের শীর্ষস্থানীয় এক মন্ত্রীও জানিয়েছেন যে তিনিও তার ফোনে একই নোটিশ পেয়েছেন।

XS
SM
MD
LG