পাকিস্তানের প্রধান ধর্মীয়-রাজনৈতিক দলের হাজার হাজার সমর্থক গাজায় ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে ইসলামাবাদে বিক্ষোভ করে। তারা আমেরিকা বিরোধী স্লোগান দেয় এবং আমেরিকাকে "আগ্রাসীর সমর্থক" বলে আখ্যা দেয়।
চরম ডানপন্থী জামাত-ই-ইসলামি ইসলামাবাদের সুপরিচিত আবপারা মোড় থেকে আমেরিকান দূতাবাস পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিল। ঐ দূতাবাস উঁচু নিরাপত্তাসম্পন্ন কুটনৈতিক এলাকায় অবস্থিত।
তবে কর্তৃপক্ষের কড়া পদক্ষেপের কারণে ঐ দল তাদের কর্মসূচী পরিবর্তন করে এবং নিরাপত্তা এলাকা থেকে বেশ দূরে এক প্রধান সড়কে ঐ সমাবেশ করে। পুলিশ শনিবার রাতে ঐ দলের অস্থায়ী শিবির ভেঙ্গে দেয়, দলের স্থানীয় নেতা এবং সমর্থকদের আটক করে।
ঐ দলের কর্মসূচী এবং সহিংসতার ঝুঁকির কারণে আমেরিকান দূতাবাস ইসলামাবাদ এবং আশপাশের এলাকায় আমেরিকান নাগরিকদের অপ্রয়োজনীয় চলাফেরা না করার পরামর্শ দেয়।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
জামাত-ই-ইসলামির সমর্থকরা কয়েক কিলোমিটার হেঁটে নির্ধারিত ভেন্যুতে পৌঁছায়। তারা ইসরাইল এবং আমেরিকা বিরোধী ব্যানার এবং পোস্টার বহন করে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায়।