অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ভূখন্ডে আরেকটি স্থল আক্রমণ পরিচালনা করা হয়েছে: ইসরাইলের সেনাবাহিনী


ইসরাইল এবং হামাস-এর মধ্যে চলমান যুদ্ধের সময়ে , দক্ষিণ ইসরাইলের সেডরোটের কাছে, গাজা ভূখন্ড লাগোয়া সীমান্ত বরাবর একটি অবস্থানে হাঁটছে ইসরাইলি সেনারা; ২৭ অক্টোবর ২০২৩।
ইসরাইল এবং হামাস-এর মধ্যে চলমান যুদ্ধের সময়ে , দক্ষিণ ইসরাইলের সেডরোটের কাছে, গাজা ভূখন্ড লাগোয়া সীমান্ত বরাবর একটি অবস্থানে হাঁটছে ইসরাইলি সেনারা; ২৭ অক্টোবর ২০২৩।

হামাস জঙ্গিদের লক্ষ্য করে, নতুন করে কয়েক দফা বিমান হামলা চালানোর পর, ইসরাইলের সেনাবাহিনী টানা দ্বিতীয় দিনের মতো গাজায় স্থল আক্রমণ পরিচালনা করেছে। ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

  • পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী শুক্রবার ভোরে ইরানের বিপ্লবী গার্ড কোরের সাথে সম্পর্কিত পূর্ব সিরিয়ার দুটি অবস্থানে বিমান হামলা পরিচালনা করেছে।
  • গাজা-ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রক প্রায় ৭ হাজার নিহত ফিলিস্তিনির তালিকা প্রকাশ করেছে। তারা বলছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর, ইসরাইলের আক্রমণে এই ফিলিস্তিনিরা নিহত হয়েছে। হামাসের হামলায় ইসরাইলে ১৪ শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল গাজায় “স্থল-অভিযানের প্রস্তুতি নিচ্ছে।”

বৃহস্পতিবার গভীর রাতে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা আবার গাজা ভূখন্ডে স্থল অভিযান পরিচালনা করেছে। সেখানে ইসরাইলি বাহিনী প্রায় তিন সপ্তাহ ধরে হামাস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার গাজায় মানবিক সাহায্য পাঠানোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে, ইসরাইলের বোমা বর্ষণ এবং হামাসের রকেট হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন।

ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে ইইউভুক্ত ২৭টি দেশের নেতারা “গাজার অবনতিশীল মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ” প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতে বৈরুতে এপির সাথে কথা বলার সময় হামাসের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীটি, হিজবুল্লাহর কাছ থেকে শক্তিশালী পদক্ষেপ আশা করছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ এই মন্তব্য করেন। এই অঞ্চলে হামাসের কাছ থেকে তাদের মিত্রদের কাছে আসা একটি বিরল প্রকাশ্য বক্তব্য।

এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, মিশরীয় রাফাহ সীমান্ত পথ দিয়ে, পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে ৬২টি ট্রাক গাজায় গেছে। সহিংসতা শুরুর আগে গাজায় প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক প্রবেশের অনুমতি ছিলো। সেই তুলনায়, এই সংখ্যা খুবই নগণ্য।

কংগ্রেশনাল সংবাদদাতা ক্যাথেরিন জিপসন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG