অ্যাকসেসিবিলিটি লিংক

মেইন রাজ্যে ব্যাপক গুলির ঘটনায় অন্তত ১৮ জন নিহত, দায়ী ব্যক্তিকে খুঁজছে পুলিশ


অ্যান্ড্রসকোগিন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও থেকে নেয়া এই ছবিতে এক বন্দুকধারী মেইনের লুইস্টনে স্পেয়ারটাইম রিক্রিয়েশানে প্রবেশ করছে। ২৫ অক্টোবর,২০২৩।
অ্যান্ড্রসকোগিন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও থেকে নেয়া এই ছবিতে এক বন্দুকধারী মেইনের লুইস্টনে স্পেয়ারটাইম রিক্রিয়েশানে প্রবেশ করছে। ২৫ অক্টোবর,২০২৩।

মেইনের লিউইস্টন শহরে একটি বার এবং একটি বোলিং এলে-তে ব্যাপক গুলি চালানোর ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে খুঁজতে শত শত পুলিশ কাজ করছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোলাগুলিতে মৃতের সংখ্যা ১৮ থেকে ২২। আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, বুধবারের গোলাগুলিতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে, তবে তারা সংখ্যা জানায়নি।

রাজ্য এবং স্থানীয় পুলিশ এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে রবার্ট আর কার্ড (৪০) বলে চিহ্নিত করেছেন। তিনি গ্রীষ্মে একটি মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন।

সেনাবাহিনীকে ঐ ব্যক্তির সার্ভিস রেকর্ডের বিবরণসহ তথ্য প্রদানের অনুরোধ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

কানাডা সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব কোণে মেইন রাজ্যের বৃহত্তর এলাকাকে রক্তপাতের এই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে প্রথমে গোলাগুলি শুরু হয়। বার এবং বোলিং এলে-র মধ্যে সাড়ে ছয় কিলোমিটারের দূরত্ব রয়েছে।

লেভেস্ক বলেছেন, কর্মকর্তারা বুধবার রাতে অজ্ঞাত এক নিরাপদ স্থানে গোলাগুলির “সকল বয়সী” প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেন।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করা হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন এক লিখিত বিবৃতিতে বলেন, যেসব আমেরিকান আরও একটি অর্থহীন এবং দুঃখজনক গুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন, বা চিকিৎসাধীন আছেন, তাদের জন্য তার স্ত্রী জিল এবং তিনি প্রার্থনা করছেন।

তিনি অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে আইন পাশ করায় সহযোগিতা করার জন্য কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের প্রতি আহবান জানান।

২০২০ সালে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে চার বা এর চেয়ে বেশি মানুষকে গুলি করা হয়েছে এমন গোলাগুলির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের ডেটা অনুসারে, ২০২২ সালে ৬৪৭টি এমন ঘটনা ঘটেছে এবং জুলাই পর্যন্ত প্রবণতার ওপর ভিত্তি করে ২০২৩ সালে ৬৭৯টি এমন ঘটনা ঘটবে বলে অনুমান করা হয়।

XS
SM
MD
LG