অ্যাকসেসিবিলিটি লিংক

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তাঁবু বেদনাদায়ক অতীতকে জাগিয়ে তুলছে


গাজা উপত্যকায় ইসরাইলি বোমাবর্ষণের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুরা খান ইউনিসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-প্রদত্ত একটি তাঁবুতে দাঁড়িয়ে আছে, ১৯ অক্টোবর, ২০২৩।
গাজা উপত্যকায় ইসরাইলি বোমাবর্ষণের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুরা খান ইউনিসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-প্রদত্ত একটি তাঁবুতে দাঁড়িয়ে আছে, ১৯ অক্টোবর, ২০২৩।

শুক্রবার সূর্যোদয়ের সময় এবং শরৎকালের এই সুন্দর সময়ে গাজার রাস্তায় ধ্বংসাবশেষের পচা গন্ধের মধ্যেই মোহাম্মদ এলিয়ান তার নতুন ক্যানভাস বাড়ির চেইন খুলে বেরিয়ে আসেন।

ইসরাইল ও হামাসের মধ্যে সর্বসাম্প্রতিক যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছেন তিনি এবং আরও কয়েকশ’ ফিলিস্তিনি। দক্ষিণ গাজার একটি জরাজীর্ণ তাঁবু শিবিরে জড়ো হয়েছেন তারা। এটি তাদের অতীতের সবচেয়ে বড় আঘাতের স্মৃতি ফিরিয়ে এনেছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

গত সপ্তাহে ইসরাইলি সামরিক বাহিনী এলিয়ানের পরিবারসহ ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে উত্তরাঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর গাজা সিটির ৩৫ বছর বয়সী এই গ্রাফিক ডিজাইনার খান ইউনিস শহরে গৃহহীন হয়ে পড়েন। তিনি তার কিছু জিনিষ , যেমন পাতলা তোষক, সৌর শক্তিতে পরচিালিত ফোনের চার্জার এবং অল্প কিছু কাপড়-চোপড় ও বাসনপত্র বন্তুর গাড়িতে তোলেন।

আর কোথাও যাওয়ার জায়গা না থাকায়, এলিয়ান, তার স্ত্রী এবং চার সন্তান গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলিতে আশ্রয় নেন। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় দেখা দিয়েছে। ১৯৪৮ সালের ইসরাইলের সৃষ্টিকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ থেকে উদ্বাস্তু শিবিরের শরনার্থী হিসেবে আশ্রয় নিতে হয়েছে বেশিরভাগ মানুষের।

"সবকিছু ছেড়ে এসেও আমরা নিরাপদ নই," নিকটবর্তী একটি হাসপাতাল থেকে এলিয়ান বলেন। তিনি সেখানে তার ৪ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য জল খুঁজছিলেন। ফোনে দূর থেকে বিমান হামলার শব্দ শোনা যাচ্ছিল।

প্রায় দুই সপ্তাহ আগে হামাস জঙ্গিদের রক্তক্ষয়ী আন্তঃসীমান্ত হামলার ফলে,গাজায় ইসরাইলি পাল্টা বোমাবর্ষণে বহু ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়েছে বা পালিয়ে গেছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য খান ইউনিসে আকস্মিকভাবে তাঁবু শহর নির্মাণ আরব বিশ্বজুড়ে ক্ষোভ, অবিশ্বাস এবং দুঃখের জন্ম দিয়েছে।

ফিলিস্তিনিদের তাড়াহুড়ো করে জাতিসংঘের তাঁবু স্থাপনের দৃশ্যগুলি পূর্বের বেদনাদায়ক স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। ১৯৪৮ সালের যুদ্ধের আগে এবং তার কয়েক মাসে আনুমানিক ৭ লক্ষ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয় অথবা বর্তমান ইসরাইল থেকে বিতাড়িত হয়। ফিলিস্তিনিরা একে নাকবা বা "বিপর্যয়" বলে অভিহিত করে। যুদ্ধ শেষ হলে অনেকেই ফিরে আসবেন বলে আশা করেছিলেন। পঁচাত্তর বছর পর পশ্চিম তীর, গাজা এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর অস্থায়ী তাঁবুগুলো এখন তাদের স্থায়ী বাড়িতেই পরিণত হয়েছে।

XS
SM
MD
LG