অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন সম্ভবত রাশিয়ার হেলিকপ্টার ধ্বংস করেছে: যুক্তরাজ্য


ইউক্রেনের এক মেরিন সেনা ইউক্রেনের খেরসনে ডিনিপ্রো নদীর কাছে একটি একে AK-47 রাইফেল ধরে আছেন। ১৪ অক্টোবর ২০২৩
ইউক্রেনের এক মেরিন সেনা ইউক্রেনের খেরসনে ডিনিপ্রো নদীর কাছে একটি একে AK-47 রাইফেল ধরে আছেন। ১৪ অক্টোবর ২০২৩

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার ইউক্রেন সম্পর্কিত তাদের প্রাত্যহিক গোয়েন্দা আপডেটে বলেছে, এ সপ্তাহের শুরুতে বার্ডিয়ানস্ক ও লুহানস্কের বিমানঘাঁটিতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা সরঞ্জাম ও হেলিকপ্টারগুলোর উপর ইউক্রেনের বাহিনী “সম্ভবত” আঘাত হেনেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ডিয়ানস্কের ঘাঁটিতে নয়টি হেলিকপ্টার এবং লুহানস্কের ঘাঁটিতে পাঁচটি হেলিকপ্টার “সম্ভবত” ধ্বংস হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, ঐ আক্রমণে তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, হেলিকপ্টারগুলো ধ্বংসের বিষয়ে প্রতিবেদনটি যদি নিশ্চিত হয় তাহলে ঐ ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত এলাকায় রাশিয়ার নিজের প্রতিরক্ষা ও আরও আক্রমণাত্মক কার্যকলাপ পরিচালনার ক্ষমতার ওপর প্রভাব ফেলবে। এতে বলা হয়, হেলিকপ্টারের সংখ্যা পুরনে রাশিয়ার অসুবিধা হবে।

ওদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দৈনিক ভাষণে বলেছেন, তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন যে ইউক্রেনকে রাশিয়ার কাছ থেকে দ্রুত মুক্ত করার জন্য ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে সহায়তা করতে পারে।

দুই নেতা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

জেলেন্সকি ইসরাইল সংঘাত সম্পর্কে বলেন “যাই ঘটুক না কেন, সব পক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সাধারণ বেসামরিক নাগরিকেরা যেন প্রয়োজনীয় সহায়তা পায় এবং তারা যেন সংঘত এড়িয়ে পালাতে সক্ষম হয়।” যে কোনো ধরনের সন্ত্রাস ও যুদ্ধ উস্কে দেওয়া গ্রহণযোগ্য নয়।

XS
SM
MD
LG