একটি প্রধান তেল ও গ্যাস শিল্পের সম্মেলনে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে জলবায়ু বিষয়ক সক্রিয়বাদী গ্রেটা থানবার্গকে ব্রিটিশ পুলিম আটক করে। তিনি এবং জলবায়ু বিষয়ক অন্যান্য সক্রিয়বাদী লন্ডনের কেন্দ্রস্থলে একটি হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁর বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
সেখানকার মেট্রপলিটান পুলিশ বাহিনী বুধবার বলে যে জলবায়ু সংরক্ষণের পক্ষের এই ২০ বছর বয়সী সুইডেনের সক্রিয়বাদী ছাড়াও আরও ২৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। তারা এনার্জি ইন্টেলিজেন্স ফোরামের সময়ে বিলাসবহুল ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে সমবেত হন। আরো অনেক প্রতিবাদকারীদের সঙ্গে থানবার্গও শ্লোগান দেন, “ তেলের টাকা নিপাত যাক” এবং তারা হোটেলে প্রবেশ পথে অবরোধ সৃষ্টি করে।
থানবার্গকে প্রথমে আটক করা হয় এবং পরে রাতে তাকে মুক্তি দেয়া হয়।