অ্যাকসেসিবিলিটি লিংক

ঘানাতে বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত


ঘানার মানচিত্র
ঘানার মানচিত্র

ঘানার পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ২৬ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনএডিএমও)। কর্তৃপক্ষের অনুরোধেই তারা বাড়ি ছেড়ে যায় বলে জানা গেছে।

আকোসোম্বো এবং কপং-এ দুটি জলবিদ্যুৎ বাঁধ প্লাবিত হয়ে ফসল ধ্বংস হয়ে যায়। সেখানকার স্কুলগুলিও বন্ধ করে দেয়া হয়েছে।

এনএডিএমও'র উপপ্রধান সেজি সাজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “প্রায় ২৬ হাজার নারী ও শিশু বাস্তুচ্যুত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত দের অধিকাংশকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছি। তাদের এখন জল,খাদ্য এবং ওষুধ প্রয়োজন। সরকারের সাথে এসব নিয়ে আমরা কাজ করছি।”

এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো চলমান উদ্ধার প্রচেষ্টার সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছেন।

ঘানার আবহাওয়া বিভাগ এই বছর আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে । জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তার মধ্যে পশ্চিম আফ্রিকার এই দেশটি আবহাওয়ার অনিশ্চয়তা এবং ঘন ঘন পরিবর্তনের মাত্রা লক্ষ্যযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

XS
SM
MD
LG