অ্যাকসেসিবিলিটি লিংক

পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বাতিলে বিল পাশ করেছে রুশ সংসদের নিম্নকক্ষ


রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ইয়াচেস্লাভ ভোলোদিন-কে মস্কোতে একটি অধিবেশনে দেখা যাচ্ছে। (রয়টার্সের মাধ্যমে রুশ রাষ্ট্রীয় দুমা, ১৭ অক্টোবর ,২০২৩)
রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ইয়াচেস্লাভ ভোলোদিন-কে মস্কোতে একটি অধিবেশনে দেখা যাচ্ছে। (রয়টার্সের মাধ্যমে রুশ রাষ্ট্রীয় দুমা, ১৭ অক্টোবর ,২০২৩)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইচ্ছা অনুযায়ী দ্রুত একটি পদক্ষেপ নিয়েছে দেশটির পার্লামেন্ট। পশ্চিমের সাথে তীব্র উত্তেজনাকালীন এই সময়ে পারমাণবিক পরীক্ষার ব্যাপারে মস্কোর আইনী অবস্থান পরিবর্তন করে এমন একটি বিল পাশ করেছে তারা।

বুধবার রাশিয়ার সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) অনুমোদন বাতিল করে একটি বিলের দ্বিতীয় ও তৃতীয় সংশোধনী পাশ করেছে দেশটির নিম্নকক্ষ, স্টেট ডুমা। দুটি বিলই সর্বসম্মতিক্রমে ( ৪১৫-০) পাশ হয়।

পুতিন ১৯৯৬ সালের চুক্তিতে স্বাক্ষর করলেও অনুমোদন না দেওয়া যুক্তরাষ্ট্রের অবস্থানকে 'প্রতিফলিত' করার জন্য গত ৫ অক্টোবর ডুমার প্রতি আহ্বান জানান।

পুতিন গত ৫ অক্টোবর ডুমাকে যুক্তরাষ্ট্রের অবস্থান “ স্পষ্ট” করার উদ্দেশ্যে এই পরিবর্তন আনার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালের চুক্তিতে স্বাক্ষর করলেও কখনই অনুমোদন দেয়নি।

পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেন, “বিশ্বে আজ যা ঘটছে তার জন্য যুক্তরাষ্ট্রই একচেটিয়াভাবে দায়ী। আমরা আমাদের নাগরিকদের প্রতি আমাদের দায়িত্ব জানি, আমরা আমাদের দেশকে রক্ষা করছি।”

গত বছর ইউক্রেন আক্রমণ করার পর থেকে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক শক্তির কথা পশ্চিমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বেইজিং সফরের সময় তার সঙ্গে তথাকথিত পারমাণবিক ব্রিফকেস বহনকারী নৌকর্মকর্তাদের বিরল ফুটেজও দেখানো হয় যা পারমাণবিক হামলার নির্দেশ দেবার জন্য ব্যবহার করা হতে পারে।

রাশিয়া বলছে, ওয়াশিংটন না করা পর্যন্ত তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে না। তবে অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে রাশিয়া এ ধরনের একটি পরীক্ষার দিকেই আগাচ্ছে, যা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধের মাত্রা বাড়ানোর ইঙ্গিত হিসেবে ধরে নিতে পারে।

তারা বলছেন, রাশিয়া বা যুক্তরাষ্ট্রের যে কোন উদ্যোগ চীন, ভারত ও পাকিস্তানকেও একই কাজ করতে অনুপ্রাণিত করতে পারে। যা বিশ্বব্যাপী নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। সকলেই বর্তমানে পরীক্ষা নিয়ে স্থগিতাদেশ পালন করছে। উত্তর কোরিয়াই কেবল এই শতাব্দীতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে।

রাশিয়া মূলত ২০০০ সালে সিটিবিটি অনুমোদন করে। যদিও তারা পদক্ষেপটি প্রত্যাহার করছে, তবে এখন পর্যন্ত বলছে যে দেশটি এই চুক্তিতে স্বাক্ষরকারী। একই সাথে বৈশ্বিক পর্যবেক্ষণ ব্যবস্থায় ডেটা সরবরাহ অব্যাহত রাখবে যা বিশ্বকে যে কোনও পারমাণবিক পরীক্ষার বিষয়ে সতর্ক করবে।

XS
SM
MD
LG