অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের বিমান হামলায় গাজার এক হাসপাতালে কয়েক শ মানুষ নিহত


দক্ষিণ গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত এক শিশুর লাশ বহন করছে তার পরিবারের এক সদস্য। ১৭ অক্টোবর ২০২৩। (রয়টার্স)
দক্ষিণ গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত এক শিশুর লাশ বহন করছে তার পরিবারের এক সদস্য। ১৭ অক্টোবর ২০২৩। (রয়টার্স)

হামাস বলছে, ইসরাইলের ব্যাপক বিমান হামলায় গাজা সিটির এক হাসপাতালে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষার একজন প্রধান আল জাজিরা টিভি-কে বলেন, আল আহলি আল আরাবি হাসপাতালে হামলায় ৩০০-র বেশি মানুষ নিহত হয়।

ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে এ নাগাদ এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

হামাস বলছে, নিহতদের বেশিরভাগ গৃহহীন মানুষ যার মধ্যে রোগী, নারী এবং শিশু রয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, তাদের কাছে ঐ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। ইসরাইল বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

দক্ষিণ গাজার কাছেও বিমান হামলা চালানো হয়। কেন্দ্রীয় গাজায় এক শরণার্থী শিবিরে বোমা হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়।

রাফার একটি হাসপাতাল বলছে, সেখান থেকে সবাইকে সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। যদিও ইসরাইল ফিলিস্তিনি বাসিন্দাদের ঐ শহরে আশ্রয় নিতে বলেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঐ হাসপাতালের ওপর হামলার কড়া নিন্দা জানিয়েছে। ঐ হাসপাতালে রোগী, চিকিৎসক এবং গৃহহীন মানুষ ছিল।

এই রিপোর্টের তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG