চীনের পুলিশ ও ইসরাইলি সরকার জানিয়েছে, বেইজিং-এ ইসরাইলি দূতাবাসে কর্মরত ৫০ বছর বয়সী এক ইসরাইলি ব্যক্তিকে একটি সুপারমার্কেটের সামনে শুক্রবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
বেইজিং পুলিশ বলেছে, তারা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি একজন বিদেশী। পুলিশ জানিয়েছে, ছুরিকাহত ব্যক্তি এক ইসরাইলি কূটনীতিকের পরিবারের সদস্য। এই হামলার পিছনে উদ্দেশ্য কী ছিল তা বলা হয়নি।
ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই কর্মীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং এখন তাঁর অবস্থা স্থিতিশীল।” এর বেশি কিছু জানানো হয়নি।
গত শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠী হামাস নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালায়। তারপর গাজাতে তীব্র বোমাবর্ষণ করে ইসরাইল। এই নিয়ে গোটা বিশ্বে মুসলিমরা শুক্রবার জুম্মার নামাজের পর রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখান। এমন একটা সময়ে ঘটল এই ছুরিকাঘাতের ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ছুরি হাতে এক ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে মাটিতে ধস্তাধস্তি করছে এবং তাঁকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করছে। এর ফলে ফুটপাত রক্তে ভেসে যায়।
এই এলাকায় কাজের সূত্রে আসা লোকেরা জানিয়েছেন, তাঁরা ভুক্তভোগীটির চিৎকার শুনতে পান। তখন পুলিশের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়। অকুস্থলে পুলিশি বেষ্টনী দিয়ে দেওয়া হয় এবং পরে রক্ত ধুয়ে ফেলা হয়।