অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান শীর্ষ বৈঠকের আগে আলোচনার জন্য চীনে পৌঁছেছেন 


ফাইলঃ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল
ফাইলঃ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান যোসেপ বোরেল বৃহস্পতিবার চীনে পৌঁছেছেন। এ বছর একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করার সময় তিনি ইইউ-এর বৃহত্তম বাণিজ্য অংশীদারদের ব্লকের "ঝুঁকি মুক্ত" কৌশল পরিচালনার চেষ্টা করবেন।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিন পরেই তিনি এই সফর করছেন। বোরেল ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি জরুরি বৈঠকের আহ্বান জানান। চীন সব পক্ষকে “যুদ্ধবিরতি”র আহ্বান জানিয়েছে।"

এ বছরে দু'বার বোরেলের এই সফর স্থগিত করা হয়। আশা করা হচ্ছে এই আলোচনা শনিবার পর্যন্ত চলবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সাথে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

ইইউ বলছে, ইইউ-চীনের মধ্যকার সর্বসাম্প্রতিক এই উচ্চ পর্যায়ের সংলাপ চূড়ান্ত রূপ পাবে “চলতি বছরের আরও পরের দিকে ইউ-চীন শীর্ষ সম্মেলনে।”

বোরেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (যার আগের নাম টুইটার) তার অ্যাকাউন্টে বলেন, “কেবলমাত্র চীনে এসেছি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে ইইউ-চীন কৌশলগত সংলাপে সহ-সভাপতিত্ব করার জন্য।”

তিনি আরও বলেন, “ইইউ-চীন সম্পর্ক, সরকারি কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে, বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর।”

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে ইইউ এবং চীনের মধ্যকার সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয় কারণ বেইজিং ঐ অগ্রাসনের নিন্দা করা থেকে বিরত রয়েছে।

XS
SM
MD
LG