হোয়াইট হাউজ ঘোষণা করেছে, আমেরিকানদের ইসরাইল ত্যাগ করতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের সরকার প্রত্যাবর্তন ফ্লাইট পরিচালনা করবে। কারণ গাজা উপত্যকায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য ইসরাইল প্রস্তুত হচ্ছে।
হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, শুক্রবার থেকে প্রত্যাবর্তন ফ্লাইট শুরু হবে বলে আশা করা হচ্ছে।পরিকল্পনার সাথে পরিচিত ব্যক্তিদের মতে, যুক্তরাষ্ট্রের সরকার ইসরাইল থেকে প্রতিদিন অন্তত চারটি চার্টার ফ্লাইট ওড়ানোর ব্যবস্থা করছে।
ঘোষণাটি এমন সময় এসেছে যখন হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে, লড়াইয়ে নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন আমেরিকান। গত শনিবার হামাস ইসরাইলে হামলা শুরু করার পর থেকে যুদ্ধে উভয় পক্ষের অন্তত ২,৬০০ জন প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অনুমান, ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার আমেরিকান ইসরাইলে রয়েছেন, পর্যটক বা অন্য কোনো কাজের কারণে অবস্থান করছেন।আনুমানিক ৫০০ থেকে ৬০০ আমেরিকান নাগরিক গাজায় রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ত্রাণ কর্মী হিসেবে কাজ করছেন বা আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। মিশর এবং ইসরাইল অবরুদ্ধ এলাকা থেকে বেরিয়ে আসার সব পথ বন্ধ করে দিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এয়ার ফোর্স টু ‘এ করে নেভাদার লাস ভেগাসের পথে গমন করেন। ইসরাইলে হামাসের হামলার পর তারা বৃহস্পতিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইহুদি,আরব এবং মুসলিম সম্প্রদায়গুলোসহ যুক্তরাষ্ট্রের সুরক্ষার প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
জেরুজালেম থেকে লি এই প্রতিবেদন তৈরি করেছেন।