অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিমান হুমকির পর হামবুর্গ বিমানবন্দরে আবার স্বাভাবিক হয়েছে বিমান চলাচল


ফাইল-জার্মানির হামবুর্গে বিমানবন্দরে অবতরণ করছে কন্ডোর এয়ারলাইন্সের বিমান এ৩২০। ২৪ সেপ্টেম্বর, ২০১৯।
ফাইল-জার্মানির হামবুর্গে বিমানবন্দরে অবতরণ করছে কন্ডোর এয়ারলাইন্সের বিমান এ৩২০। ২৪ সেপ্টেম্বর, ২০১৯।

জার্মানির হামবুর্গ বিমানবন্দরে বিমান চলাচল ফের স্বাভাবিক হয়েছে। এক মুখপাত্র সোমবার রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। তেহরান থেকে একটি বিমানের বিরুদ্ধে হুমকি আসার পর সমস্ত বিমানের অবতরণ ও উড়ান দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল। এই হুমকির প্রতিক্রিয়ায় একপ্রস্থ পুলিশি অভিযান চালানো হয়।

ফেডারেল পুলিশের এক মুখপাত্র আগে বলেছিলেন, ই-মেইল মারফত হামলার হুমকি দেওয়া হয়। কর্মকর্তারা তেহরান থেকে আসা ১৯৮ জন যাত্রীবাহী একটি বিমানে তল্লাশি চালান। এই বিমানটি উত্তর জার্মানির ঐ শহরে অবতরণ করেছিল।

জার্মানির বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায়, বোমা হুমকির কারণে বিমানটি বার্লিনের পূর্বদিকে জার্মানির আকাশসীমায় প্রবেশ করার পর একে ঘিরে ফেলা হয়।

পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। যখন কোনও হুমকি গুরুতর হিসেবে চিহ্নিত হয় তখন এমনটাই করা হয়ে থাকে।

এই মুখপাত্র আরও বলেন, বিমানবন্দরের দমকল বাহিনী যেহেতু এই অনুসন্ধানে যুক্ত ছিল তাই সে সময় কোনও রকম উড়ান বা অবতরণ সম্ভব ছিল না।

হামবুর্গে জার্মান ও ফরাসি সরকারের এক বিশেষ বৈঠকের প্রথম দিনেই এই খবর আসে। এই বৈঠকে হাজির ছিলেন চ্যান্সেলর ওলাফ শুলজ ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

XS
SM
MD
LG