ব্রিটেন সরকার অভিবাসীদের ঠেকাতে যে বিতর্কিত নীতি নিয়েছে, এ সপ্তাহে তা আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। অভিবাসন প্রার্থীদের রোয়ান্ডা পাঠানো আইনী কিনা, আদালত তা বিবেচনা করবে।
জুন মাসে আপিল আদালতের রায়ে বলা হয় সরকারের ঐ নীতি বেআইনী কারণ অভিবাসন প্রার্থীদের জন্য রোয়ান্ডা নিরাপদ নয়। দেশের কনজারভেটিভ সরকার ঐ রায়কে চ্যালেঞ্জ করেছে।
সোমবার মামলার তিনদিনব্যাপী শুনানি শুরু হবার কথা। সরকার বলছে তাদের ঐ নীতি নিরাপদ। ভিয়েতনাম, সিরিয়া, ইরাক, ইরান এবং সুদানের অভিবাসীদের আইনজীবীরা বলছেন ঐ নীতি বেআইনী এবং অমানবিক।
প্রধানমন্ত্রী রিশি সুনাক অঙ্গীকার করেছেন, অবৈধ অভিবাসন ঠেকানো তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বছর ২ অক্টোবর নাগাদ ২৫ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী নৌকায় করে ব্রিটেনে পৌঁছেছে। তুলনায় গত বছর ঐ সময় নাগাদ এই সংখ্যা ছিল ৩৩ হাজার।
ব্রিটেন এবং রোয়ান্ডা সরকার এক বছরের আগে একটি চুক্তিতে পৌঁছে যার আওতায় অভিবাসন প্রত্যাশীদের রোয়ান্ডা পাঠানো হবে এবং অভিবাসনের আবেদন মঞ্জুর হলে সে দেশে তারা থাকতে পারবে।
এ নাগাদ একজনকেও রোয়ান্ডায় পাঠানো যায়নি কারণ এ বিষয়ে মামলা চলছে।