অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন অভিবাসন প্রত্যাশী নিহত,আহত ২৯


মেক্সিকোর ওক্সাকা রাজ্যের ভিলা দে টেপেলমেমের কাছে একটি দুর্ঘটনাকবলিত বাসকে সড়কের পাশে একটি ট্রাকের সাথে আটকে নেয়া হচ্ছে; ৬ অক্টোবর ২০২৩।
মেক্সিকোর ওক্সাকা রাজ্যের ভিলা দে টেপেলমেমের কাছে একটি দুর্ঘটনাকবলিত বাসকে সড়কের পাশে একটি ট্রাকের সাথে আটকে নেয়া হচ্ছে; ৬ অক্টোবর ২০২৩।

বিভিন্ন কতৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোরে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা অন্তত ১৬ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন।

মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইন্সটিটিউট প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছিলো। পরে এই সংখ্যা তারা হ্রাস করে। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের প্রসিকিউটররা পরবর্তীতে জানান, কিছু মৃতদেহ টুকরো টুকরো হয়ে যাওয়ায়, অতিরিক্ত গণনা করা হয়েছে তবে প্রকৃত মৃতের সংখ্যা ১৬ জন।

দুটো সূত্রই জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী, তিন শিশু রয়েছে। আর আহত হয়েছে ২৯ জন। তাদের অবস্থা সম্পর্কে তাত্ক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি।

দুর্টনাস্থলের ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের একটি মহাসড়কের বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রতিবেশি রাজ্য পুয়েবলার সীমান্তের কাছাকাছি, টেপেলমেমে শহরে সংঘটিত এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় মাইগ্রেশন এজেন্টরা প্রায়ই নিয়মিত বাসে অভিযান চালায়।এ কারণে অভিবাসন প্রত্যাশী এবং চোরাচালানকারীরা প্রায়শই অনিয়ন্ত্রিত বাস, ট্রেন বা মালবাহী ট্রাকের মতো ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবহার করে যাতায়তের চেষ্টা করে।

গত সপ্তাহেই গুয়াতেমালা সীমান্তের কাছে, পার্শবর্তী চিয়াপাস রাজ্যের একটি মহাসড়কে মালবাহী ট্রাক বিধ্বস্ত হয়ে কিউবা থেকে আসা ১০ অভিবাসন প্রত্যাশী নিহত হয়। গুরুতর আহত হয় আরো ১৭ জন। ন্যাশনাল ইমিগ্রেশন ইন্সটিটিউট জানিয়েছে, কিউবা থেকে আসা নিহত অভিবাসন প্রত্যাশীদের সকলেই নারী এবং তাদের মধ্যে একজনের বয়স ১৮ বঝরের নিচে।

XS
SM
MD
LG