এশিয়ান গেমস ক্রিকেটে, পাকিস্তানকে হারিয়ে, ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। রাকিবুল হাসানের শেষ বলের বাউন্ডারি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। শনিবার (৭ অক্টোবর) হ্যাংজুতে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে প্লে-অফ খেলায় এই জয় পায়, এশিয়ান গেমসের সাবেক স্বর্ণপদক বিজয়ী টিম-টাইগার।
বাংলাদেশ দলের শেষ বলে চার রান প্রয়োজন; এমন গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে আসেন রাকিবুল হাসান। ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে মিড উইকেটে পাকিস্তানি অফ স্পিনার সুফিয়ান মুকিমকে মোকাবেলা করেন। তার প্রথম বলেই সবচেয়ে কাঙ্ক্ষিত বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে, গত শুক্রবার ১৯তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে প্রতিবেশী ভারতের কাছে ৯ উইকেটে হেরে স্বর্ণপদক জয়ের প্রতিযোগিতার বাইরে চলে যায় বাংলাদেশ। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল, গুয়াংজু এশিয়ান গেমস ২০১০-এ প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক লাভ করে।এরপর, ২০১৪ সালে ইনচিওন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশ দল।
চলমান এশিয়ান গেমস ক্রিকেটে বুধবার (৪ অক্টোবর) চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে নাটকীয় দুই রানের জয়ের মধ্য দিয়ে, সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।বৃষ্টিবিঘ্নিত ম্যাচে, ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে, বাংলাদেশের প্রয়োজন ছিলো ৫ ওভারে ৬৫ রান। শেষ বলের নাটকীয় রানে তারা লক্ষ্য পূরণ করে।
এর আগে, পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪ ওভার ৪ বলে, ১ উইকেটে ৪৮ রান করার পর দ্বিতীয়বারের মতো বৃষ্টি থামে। পরে ডিএল পদ্ধতিতে পাঁচ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৬৫ রান। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ার পর, খুশদিল শাহ ও মির্জা বেগের মধ্যে ৪৭ রানের জুটিতে ভালো শুরু করে পাকিস্তান। মির্জা বেগ ১৮ বলে ৩২ এবং খুশদিল শাহ ২০ বলে ১৪ রান করেন। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান তার দুই ওভারের স্পেলে ১২ রান দিয়ে ওমাইর ইউসুফের একমাত্র উইকেট নেন।
পাঁচ ওভারে ৬৫ রানের কঠিন টার্গেটের জবাবে, শেষ ওভারে ২০ রানের প্রয়োজন দেখা দেয় বাংলাদেশ দলের। এমনকি, শেষ বলে চার রানের প্রয়োজন সৃষ্টি হলে, ব্যাটারদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠে। শেষ বলের নাটকীয় রানে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায় টাইগার টিম।
আরশাদ ইকবালের প্রথম তিন বলে, জাকির হাসান (শূন্য) ও অধিনায়ক সাইফ হাসান (শূন্য) সাজঘরে ফিরে যান। শীর্ষ দুই উইকেট হারিয়ে হতাশাজনক সূচনা করে বাংলাদেশ।কিন্তু, আফিফ হোসেনের ১১ বলে ২০ ও ইয়াসির আলির ১৬ বলে ৩৮ রান বাংলাদেশের পক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ভালো খেলছিলেন ইয়াসির আলি। শেষ বলে আউট হয়ে ব্যাটার রাকিবুলকে ম্যাচ জয়ের বাঁচা-মরার পরিস্থিতে ফেলে দেন তিনি। আরশাদ ইকবাল শেষ পর্যন্ত দুই ওভারে ১৪ রান দিয়ে, তিন উইকেট নিয়েছেন এই ম্যাচে।