আয়তন বিবেচনায়, গাজীপুর বাংলাদেশের সবয়ে বড় সিটি কর্পোরেশন বা মহানগর। আর, শিল্প প্রধার নগর হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। টানা বর্ষণে এই নগরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
টানা বৃষ্টিতে গাজীপুর নগরীর বিভিন্ন স্থানে পানি জমেছে, ড্রেন উপচে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পানি জমে থাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় পানিতে তলিয়ে থাকায়, সেখানেও ব্যাপক যানজট। ফলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী এবং যাত্রীরা।
নগরের প্রধান বাজার জয়দেবপুর। এখানকার বাজার ও বাস স্ট্যান্ড সড়ক বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) রাত থেকে জলমগ্ন হয়ে আছে। অনেক দোকানপাটে পানি ঢুকেছে। শুক্রবার (৬ অক্টোবর) ছুটির দিন থাকায়, জলমগ্ন বাজারে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। তারা বলছেন, “দ্রুত পানি নিষ্কাশনের মতো ড্রেনেজ ব্যবস্থা নেই, যা আছে তাও অকেজো হয়ে পড়েছে অতিবর্ষণের জলের চাপে; তাই এই দুর্ভোগ।”
শুক্রবার সকাল ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, আট কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আগের রাত থেকেই টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে ধীরে ধীরে চলছিলো যানবাহন। রাজেন্দ্রপুর এলাকায় সড়কে বালু বোঝাই ট্রাক বিকল হওয়ায় যানজট তীব্রতর হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, “ভোগড়া চৌরাস্তাসহ মহাসড়কের কয়েকটি স্থানে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া, বৃষ্টির জলে, কিছু যানবাহনও বিকল হয়ে পড়ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক বিভাগ।”