মঙ্গলবার আর্মেনিয়ার সংসদ আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগদানের পক্ষে ভোট দিয়েছে। আইসিসি এই বছরের শুরুতে ইউক্রেন থেকে শিশুদের নির্বাসন সংক্রান্ত যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করেছিল।
এই পদক্ষেপ তার মিত্র রাশিয়ার সাথে আর্মেনিয়ার অবনতিশীল সম্পর্কে আরও টানাপড়েন সৃষ্টি করতে পারে। আইসিসিতে যোগদানের জন্য ইয়েরেভানের চাপকে রাশিয়া গত মাসে “অবন্ধুসুলভ পদক্ষেপ” বলে অভিহিত করে।
রোম স্ট্যাটিউটের মাধ্যমে আইসিসি তৈরি হয়েছে। যে দেশগুলো রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছে এবং তা অনুমোদন করেছে পুতিন সে দেশগুলোর মাটিতে পা রাখলে তারা তাকে গ্রেপ্তার করতে বাধ্য।
আর্মেনিয়ার কর্মকর্তারা বলছেন, আইসিসিতে যোগদানের প্রচেষ্টার সাথে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। তারা আরও বলেন, দেশটির বিরুদ্ধে আজারবাইজানের আগ্রাসনের কারণে তারা আইসিসিতে যোগ দিতে প্ররোচিত হয়েছে।