অ্যাকসেসিবিলিটি লিংক

জিহাদিদের হামলায় ২৯ সেনা নিহত, বলছে নিজারের জান্তা


নিজারের মানচিত্র।
নিজারের মানচিত্র।

নিজারের জান্তা জানিয়েছে, মালির সীমান্তের কাছে জিহাদিদের দফায় দফায় হামলা ঠেকাতে গিয়ে অন্তত ২৯ জন নিজারিয়ান সৈন্য নিহত হয়েছেন।

নিজারের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সালিফু মোদি সোমবার এক বিবৃতিতে বলেছেন, ১০০ জনের বেশি চরমপন্থী পশ্চিম আফ্রিকার এই দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা করেছে। এতে দেশীয় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি নিজারের সৈন্যদের ওপর দ্বিতীয় হামলা।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, নিজারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের প্রথম মাসে চরমপন্থীদের সঙ্গে সম্পর্কিত সহিংসতা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। প্রকল্পটি জানিয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জিহাদি হামলা আগের মাসের তুলনায় আগস্টে চারগুণ বেড়েছে। তিলাবেরি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা বেড়েছে, এতে কমপক্ষে ৪০ জন সৈন্য নিহত হয়েছে।

নিজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জুলাইয়ে অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করে জান্তা। নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তারা।

XS
SM
MD
LG