অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সহায়তাপুষ্ট বুলেট ট্রেন 'হুশ' উদ্বোধন করল ইন্দোনেশিয়া


জাকার্তার হালিম স্টেশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম উচ্চ গতিসম্পন্ন ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের সময় দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেন। ২ অক্টোবর, ২০২৩।
জাকার্তার হালিম স্টেশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম উচ্চ গতিসম্পন্ন ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানের সময় দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেন। ২ অক্টোবর, ২০২৩।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো সোমবার উদ্বোধন করলেন ৭৩০ কোটি ডলারের উচ্চ গতিসম্পন্ন ট্রেন। এই ট্রেন দেশটির রাজধানীর সঙ্গে জুড়বে বান্দুং শহরকে। চীনের সাহায্যপুষ্ট এই প্রকল্প নিয়ে অনেক জটিলতা দেখা দিয়েছে।

প্রেসিডেন্টের ফ্ল্যাগশিপ পরিকাঠামো প্রকল্পের অন্যতম হল এই ১৪২ কিলোমিটার দীর্ঘ রেলপথ। এটি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগেরও অংশ। তবে জমি অধিগ্রহণ থেকে অতিমারিজনিত বিলম্ব ও ঋণ সংক্রান্ত খরচ ইত্যাদি নানা সমস্যার মুখে পড়েছে এই প্রকল্প।

সোমবার চালু হওয়া ‘হুশ’ নামে বুলেট ট্রেনটি ২০১৯ সালে চালু করার মূল লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

উদ্বোধনের সময় প্রেসিডেন্ট জকোই—এই নামেই তিনি বহুল পরিচিত—বলেন, “ছুটন্ত উচ্চ গতিসম্পন্ন ট্রেনের আওয়াজ থেকে এই নামটি অনুপ্রাণিত।”

তিনি আরও বলেন, সর্বোচ্চ কার্যকরী গতিতে এই ট্রেন ঘন্টায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তিনি একে বলেছেন, "আমাদের গণপরিবহণের আধুনিকীকরণ যা একই সঙ্গে পরিবেশবান্ধবও।"

এই প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা সিনিয়র মন্ত্রী লুহুত পাঞ্জাইতান উদ্বোধনের সময় বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বুলেট ট্রেনে বিনামূল্যে পরীক্ষামূলক ভ্রমণ চালু করা হয় এবং এর সময়সীমা বাড়ানো হবে। অক্টোবরের মাঝামাঝি থেকে টিকিটের দাম ধার্য করা হবে।

ইন্দোনেশিয়া ও চীনের প্রতিষ্ঠান মিলিতভাবে এই রেলপথ নির্মাণ করেছে।

XS
SM
MD
LG