অ্যাকসেসিবিলিটি লিংক

পপ গায়িকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন


নিউ জার্সির প্রুডেনশিয়াল সেন্টারে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে প্রেস রুমে শাকিরা তার পুরস্কার নিয়ে দাঁড়িয়ে আছেন। ১২ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।
নিউ জার্সির প্রুডেনশিয়াল সেন্টারে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে প্রেস রুমে শাকিরা তার পুরস্কার নিয়ে দাঁড়িয়ে আছেন। ১২ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।

স্প্যানিশ প্রসিকিউটররা পপ তারকা শাকিরার বিরুদ্ধে তার ২০১৮ সালের আয়ের ওপর ৭১ লাখ ডলার কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। কলম্বিয়ার গায়িকার বিরুদ্ধে এটি স্পেনে আনীত সর্বসাম্প্রতিক আর্থিক অভিযোগ।

বার্সেলোনার প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেছেন, কর পরিশোধ এড়াতে শাকিরা করমুক্ত এক জায়গায় অবস্থিত একটি অফশোর কোম্পানি ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাকে অভিযোগের বিষয়ে মায়ামিতে অবহিত করা হয়েছে। সেখানে তিনি বসবাস করেন।

২০ নভেম্বর বার্সেলোনায় একটি পৃথক মামলায় শাকিরার বিচার হবার কথা আছে। এটি তিনি ২০১২-১৪ সালের মধ্যে কোথায় থাকতেন তার ওপর নির্ভর করে। সেই ক্ষেত্রে প্রসিকিউটররা অভিযোগ করেন যে, তিনি ১ কোটি ৫৪ লাখ ডলার কর দিতে ব্যর্থ হয়েছেন।

বার্সেলোনার প্রসিকিউটররা অভিযোগ করেন যে, এই গ্র্যামী বিজয়ী ২০১২-১৪ সময়ের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটিয়েছেন।তাই তার আনুষ্ঠানিক বাসভবন বাহামাতে থাকা সত্ত্বেও তার স্পেনে কর দেয়া উচিত ছিল।ট

পূর্বে শাকিরার বিষয়গুলো নিয়ে কাজ করা জনসংযোগ সংস্থা লোরেন্তে ই কুয়েনকা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত জুলাইয়ে এটি বলেছিল, শিল্পী "সর্বদা আইন অনুযায়ী এবং তার আর্থিক উপদেষ্টাদের পরামর্শে কাজ করেছেন"

শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত ফুটবর খেলোয়াড় জেরার্ড পিকেকে ডেটিং করার পর থেকে স্পেনে ছিলেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। গত বছর পর্যন্ত তারা বার্সেলোনায় একসাথে থাকতেন। ১১ বছরের সম্পর্কের পর গত বছর তাদের বিচ্ছেদ ঘটে।

XS
SM
MD
LG