অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে এক বিয়ের অনুষ্ঠানে আগুনে শতাধিক মানুষের প্রাণহানি


২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে ইরাকের একটি ইভেন্ট হলে বিয়ের সময় আগুন লাগার পর আল-হামদানিয়ার হামদানিয়াহ জেনারেল হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের চারপাশে সেনা এবং জরুরি পরিষেবা কর্মীদের দেখা যাচ্ছে।
২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে ইরাকের একটি ইভেন্ট হলে বিয়ের সময় আগুন লাগার পর আল-হামদানিয়ার হামদানিয়াহ জেনারেল হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের চারপাশে সেনা এবং জরুরি পরিষেবা কর্মীদের দেখা যাচ্ছে।

উত্তর ইরাকে একটি খ্রিস্টান বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে কমপক্ষে ১০০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। বুধবার কর্তৃপক্ষ একথা জানায়। তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে।

ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মসুল শহরের ঠিক বাইরে একটি খ্রিস্টান-অধ্যুষিত এলাকা।

বেঁচে যাওয়া আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে পৌঁছেছেন, তাদেরকে অক্সিজেন দেয়া হয়েছে এবং ব্যান্ডেজ করা হয়েছে। তাদের পরিবার হলওয়ে এবং বাইরের রাস্তায় ভিড় করেছে। হাসপাতালের কর্মচারীরা আরও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছে।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য বিভাগ বলেছে, মৃতের সংখ্যা বেড়ে ১১৪-তে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র সাইফ আল-বদর এর আগে রাষ্ট্রচালিত ইরাকি নিউজ এজেন্সির মাধ্যমে আহতদের সংখ্যা ১৫০ বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি অগ্নিকান্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাহায্য পাঠাতে বলেছেন। তার কার্যালয় অনলাইনে এক বিবৃতিতে একথা জানিয়েছে।

নিনেভেহর প্রাদেশিক গভর্নর নাজিম আল-জুবরি বলেন, আহতদের কয়েকজনকে আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, অগ্নিকাণ্ডে এখনো কোনো চূড়ান্ত হতাহতের পরিসংখ্যান নেই। ফলে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা এখনো বাড়তে পারে।

অগ্নিকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি, তবে কুর্দি টেলিভিশন নিউজ চ্যানেল রুদাউ-এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে ফুটানো আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে।

XS
SM
MD
LG