অ্যাকসেসিবিলিটি লিংক

১৯ বছর মেয়াদের কারাদন্ডের বিরুদ্ধে নাভালনির আবেদন রুশ আদালতে খারিজ


রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে মস্কোতে আদালতের এক শুনানির সময় টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। ফাইল ফটো।
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে মস্কোতে আদালতের এক শুনানির সময় টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। ফাইল ফটো।

ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনিকে উগ্রবাদের অভিযোগে প্রায় দু দশকের জন্যে যে কারাদন্ডের সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বিরুদ্ধে নাভালনির আবেদন রাশিয়ার একটি আদালত খারিজ করে দিয়েছে।

৪ আগস্ট মস্কো সিটি কোর্টের চার জন বিচারক উগ্রবাদের অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করেন এবং ১৯ ‘বছরের কারাদন্ড প্রদান করেন। তারা রায় দেন যে রাশিয়ার সব চেয়ে কঠোর কারাগারে তার এই শাস্তি আগে দেয়া কারাদন্ডের সাথেই চলবে। তবে নাভালনি, তার মিত্ররা , অধিকার গোষ্ঠীগুলি এবং পশ্চিমের সরকারগুলি বলছে সব ক’টি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

মস্কোর ফার্স্ট আপিল কোর্টে মঙ্গলবার রুদ্ধাদ্বার কক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয় এবং এই আদালত শাস্তি বহাল রাখে । কেবল রায়ের পাঠটি প্রকাশ করা হয়। নাভালনি ভিডিও লিংকের মাধ্যমে এই শুনানিতে অংশগ্রহণ করেন । তার অভিযোগ ক্রেমলিন তাকে আজীবন কারাগারের ভেতরেই রাখতে চায় যাতে করে রুশ নাগরিকদের ভিন্নমত প্রকাশ করা থেকে বিরত রাখা যায়।

ব্যাপক ভাবে মনে করা হয় নাভালনির বিরুদ্ধে অভিযোগগুলি , যাকে তিনি ইচ্ছাকৃত বেআইনি কর্মকান্ড , দূর্নীতি এবং প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের দমন নিপীড়ন ও তার রাজনৈতিক ব্যবস্থাকে সর্বসম্মুখে তুলে ধরার তার প্রয়াস প্রতিরোধ করার প্রচেষ্টা ।

গত এক দশক ধরে নাভালনি সব চেয়ে সোচ্চার বিরোধী কন্ঠ ছিলেন এবং কারারুদ্ধ হওয়ার আগে অবধি তিনি সরকার বিরোধী বিশাল সমাবেশগুলিকে একত্রিত করেছিলেন।

৪৭ বছর বয়সী নাভালনি গোটা দেশে রাজনেতিক দপ্তর এবং দূর্নীতির নজরদারি সংস্থা স্থাপন করে ক্রেমলিনকে হুমকির হুমকির মুখে ফেলে দেন।

২০২১ সালে জার্মানি থেকে মস্কোতে ফিরে আসার পর তাকে কারারুদ্ধ করা হয় । জার্মানিতে তিনি বিষক্রিয়ার বিরুদ্ধে চিকিত্সা নিচ্ছিলেন এবং তিনি এই বিষক্রিয়ার জন্য ক্রেমলিনকে দোষারোপ করেন।

নাভালনির শাস্তির রায় গত মাসে দেয়া হয় । ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দেড় বছর পর এই আগ্রাসনে ভিন্নমতালম্বীদেরে উপর নজিরবিহীন আক্রমণের সূচনা করে।নাভালনি বার বার এই সামরিক অভিযানের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।

XS
SM
MD
LG