ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, “আন্দোলন করে কোনো দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। উল্টো ব্যর্থ হয়ে চুড়ান্ত পর্যায়ে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিপর্যয় হবে”।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, “হতাশাগ্রস্থ বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে। আর, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা দমনে আগের তুলনায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বেড়েছে”।
তিনি বলেন, “বিক্ষোভ ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের পতন হয়নি। শেখ হাসিনাকে বিদেশে পালাতে হয়নি। শুভ বুদ্ধির পরিচয় দিয়ে জন রায় নিতে নির্বাচনে আসুন। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই”।
আব্দুর রাজ্জাক আরও বলেন, “দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে। তারা চরমভাবে ব্যর্থ হবে এবং হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি তাদের অস্তিত্ব হারাবে”।
সরকারকে পাতানো নির্বাচন করতে দেয়া হবে না—বিএনপি নেতা মির্জা আব্বাস
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আওয়ামী লীগ সরকারকে আর কোনো পাতানো নির্বাচন করতে দেয়া হবে না”।
এ লক্ষ্যে তিনি তাদের দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরাণীগঞ্জে এক জনসভায় তিনি এ কথা বলেন। বিএনপির ঘোষিত ১৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা আব্বাস বলেন, “জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। এবার জনগণ তাদের প্রতিহত করবে। তাই, এখনো সময় আছে, সংসদ ভেঙে দিন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পদত্যাগ করুন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই”।
মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পায়। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না।
আমরা কিছু করব না; যদি আপনারা ক্ষমতা ছেড়ে দেন”।
দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন ঘরে অলস বসে থাকার সময় নয়। জনগণ আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে উপযুক্ত জবাব দেবে”।