অ্যাকসেসিবিলিটি লিংক

আজারবাইজান বলছে, কারাবাখে ল্যান্ডমাইন বিস্ফোরণে তাদের ছয় নাগরিক নিহত


বাকুতে নাগোর্নো-কারাবাখ শহরের মানচিত্র অংকিত একটি পোস্টারের পাশে লোকজন হাঁটছে। ১৩ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।
বাকুতে নাগোর্নো-কারাবাখ শহরের মানচিত্র অংকিত একটি পোস্টারের পাশে লোকজন হাঁটছে। ১৩ সেপ্টেম্বর, ২০২৩। ফাইল ছবি।

মঙ্গলবার আজারবাইজান বলেছে, নাগোর্নো-কারাবাখ অঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণের দুটি পৃথক ঘটনায় তাদের ছয়জন নাগরিক নিহত হয়েছে। তারা বিপজ্জনক মাইন পাতার জন্য “অবৈধ আর্মেনিয়ান সশস্ত্র গোষ্ঠী”কে দায়ী করেছে।

কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেখানের জনসংখ্যার একটি বিরাট অংশ জাতিগত আর্মেনিয়ান। একটি যুদ্ধের পরে এটি ১৯৯০-এর দশকের প্রথম দিকে বাকুর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। ২০২০ সালের যুদ্ধে আজারবাইজান এর আশেপাশের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।

বাকু জানিয়েছে, টানেল নির্মাণ স্থাপনার কাছে একটি মাইনের বিস্ফোরণে ট্রাকে স্বরাষ্ট্র মন্ত্রকের চার কর্মী নিহত হয়েছেন। এটি বলেছে, আরেকটি মাইন বিস্ফোরণে অন্য একটি ট্রাকে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়।

কারাবাখের জাতিগত আর্মেনিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজারবাইজান ভূখণ্ড পুনরায় একীভূত করার জন্য ঐ কর্তৃপক্ষকে ভেঙে দিতে চায়। সোমবার আর্মেনিয়া বলেছে, তাদের নিজস্ব সশস্ত্র বাহিনী আজারবাইজানি ভূখণ্ডে মাইন স্থাপন করেছে- এমন অভিযোগ মিথ্যা।

কারাবাখ-এ দুটি রাস্তা ধরে একইসাথে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধ সরবরাহ করার একদিন পরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটলো। খাদ্য এবং ওষুধ সরবরাহের পদক্ষেপ দেখে মনে হচ্ছিল এটি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে পারে।

সোমবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, আজারবাইজানের কূটনৈতিক অবস্থান দেখে মনে হচ্ছে তারা একটি সামরিক উত্তেজনার জন্য পরিবেশ তৈরি করছে।

উভয় পক্ষই বলেছে, তারা একটি শান্তি চুক্তির মাধ্যমে তাদের মতপার্থক্য নিষ্পত্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

XS
SM
MD
LG