গত জুলাইয়ে বহিষ্কৃত চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত থাকাকালীন বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানা যায়। মঙ্গলবার এক ব্রিফিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিষয়টি প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, কিন তদন্তে সহযোগিতা করছেন। তদন্তের বিষয়টি এখন কিনের এই আচরণ চীনের জাতীয় নিরাপত্তায় কোন আপোষ করেছে কিনা সেদিকে মোড় নিয়েছে।
যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসাবে তার মেয়াদকালে তিনি এই সম্পর্কে ছিলেন বলে একটি অভ্যন্তরীণ কমিউনিস্ট পার্টির তদন্তের পর চীনের সিনিয়র কর্মকর্তাদের জানানো হয়েছে। এই সম্পর্কের ফলে যুক্তরাষ্ট্রে কিনের এক সন্তানের জন্ম হয় বলেও দুটি সুত্র সংবাদপত্রকে জানায়।
মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিংকে প্রতিবেদনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "চীনা পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ ও অপসারণের বিষয়ে চীনা পক্ষ আগেও বলেছে। নতুন উল্লেখিত বিষয়টি আমার জানা নেই।”
দ্বায়িত্ব পাবার ছয় মাসের পরই প্রায় এক মাস রহস্যজনক ভাবে অনুপস্থিত ছিলেন কিন। জুলাইয়ে কিনের স্থলাভিষিক্ত হন ওয়াং ই। ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটনে চীনের শীর্ষ দূত হিসেবে কাজ করেন তিনি।