অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু কর্মীরা বার্লিনের ব্র্যান্ডেনবার্গ তোরণের ওপর রঙ ছিটিয়ে দিয়েছে


লাস্ট জেনারেশন সংগঠনের জলবায়ু কর্মীরা বার্লিনের ব্র্যান্ডেনবার্গ তোরণের কলামে রঙ ছিটানোর পর মানুষ এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। (১৭ সেপ্টেম্বর, ২০২৩)
লাস্ট জেনারেশন সংগঠনের জলবায়ু কর্মীরা বার্লিনের ব্র্যান্ডেনবার্গ তোরণের কলামে রঙ ছিটানোর পর মানুষ এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। (১৭ সেপ্টেম্বর, ২০২৩)

জার্মানিতে জলবায়ু অধিকারকর্মীরা ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম ভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে রবিবার বার্লিনের মাইলফলক হিসেবে বিবেচিত ব্র্যান্ডেনবার্গ তোরণের ওপর কমলা-হলুদ রঙ ছিটিয়েছে।

বার্লিনের পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, “তথাকথিত ‘লাস্ট জেনারেশন’ সংগঠনের সদস্যরা ব্র্যান্ডেনবার্গ তোরণের পূর্ব অংশের কলামগুলোর ওপর অগ্নি নির্বাপক যন্ত্রের সহায়তায় কমলা রঙ ছিটিয়েছে”।

এতে আরও জানানো হয়, পুলিশের কর্মকর্তারা খেয়াল করেন, একটি হাইড্রলিক লিফটের মাধ্যমে বিক্ষোভকারীরা তোরণে উঠে পড়ার চেষ্টা করছেন। পুলিশ এতে বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে ১৪ জন বিক্ষোভকারীর সবাইকেই গ্রেপ্তার করে। সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জার্মানি ভিত্তিক সংগঠন দ্য লাস্ট জেনারেশন হচ্ছে সমগ্র ইউরোপে সক্রিয় এ টুয়েন্টি টু নেটওয়ার্কের একটি অংশ, যার মধ্যে আরও আছে ব্রিটেনের জাস্ট স্টপ ওয়েল। এই সংগঠনটি জার্মান পত্রিকার শিরোনাম হয়েছিল যখন বিক্ষোভকারীরা নিজেদেরকে টারম্যাকের সঙ্গে আঠা দিয়ে আটকে রেখে শত শত প্রতিবন্ধক তৈরি করে।

তাদের সাম্প্রতিক এই উদ্যোগে জার্মানির কেন্দ্রীয় রাজ্যগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দমন-পীড়ন অভিযান শুরু করেছে।

দ্য লাস্ট জেনারেশন এক্সে স্প্রে পেইন্টিং-এর ছবি পোস্ট করে।

“উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ থামাবো না। আমাদেরকে সর্বশেষ ২০৩০ সাল নাগাদ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার ব্যবহার বন্ধ করতে হবে”, তারা জানায়।

জার্মানি ২০৪৫ সাল নাগাদ শূন্য-কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। তবে দেশটি গত দুই বছর ধরে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

XS
SM
MD
LG