অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যত 'ড্রোনের ব্যবহার বৃদ্ধি এবং রুশ জাহাজের উপস্থিতি হ্রাস' এর উপর নির্ভর করবে : ইউক্রেনের মন্ত্রী


ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মাইখাইলো ফেদোরভ কিয়েভে একটি ড্রোন ধরে রেখেছেন৷ ১৫ সেপ্টেম্বর, ২০২৩।
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মাইখাইলো ফেদোরভ কিয়েভে একটি ড্রোন ধরে রেখেছেন৷ ১৫ সেপ্টেম্বর, ২০২৩।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যত "আরো ড্রোন, আরও আক্রমণ এবং রাশিয়ার কম জাহাজের উপস্থিতির" উপর নির্ভর করবে বলে , ইউক্রেনের একজন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন।

ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মাইখাইলো ফেদোরভ বলেছেন, ইউক্রেনের ড্রোন উৎপাদন গত বছরের থেকে ১০০ গুণেরও বেশি বেড়েছে।

ফেডোরভ রয়টার্সকে আরও বলেছেন, ইউক্রেন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম পরীক্ষা করছে, যা বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থার বাধা সত্ত্বেও কয়েক কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু সনাক্ত করতে পারে, পাশাপাশি ড্রোনকে গাইডও করতে পারে।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক, ইউক্রেনের উপর তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, রাশিয়া শীতকালে ইউক্রেনের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে বায়ুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যবহার পুনরায় শুরু করবে, এমন একটি "বাস্তববাদী সম্ভাবনা" রয়েছে।

মন্ত্রকের হাল নাগাদ তথ্যে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্রগুলি " যথেষ্ট মজুদ" করছে। কারণ ওপেন সোর্স রিপোর্টগুলি ইঙ্গিত করেছে, রাশিয়া এপ্রিল মাসে তাদের ক্ষেপণাস্ত্রের ব্যবহার কমাতে শুরু করেছে।

মন্ত্রক বলেছে, "রুশ নেতারা ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার বাড়ানোর প্রচেষ্টার কথা গুরুত্বের সাথে তুলে ধরেছেন।"

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া গত অক্টোবর থেকে মার্চের মধ্যে ইউক্রেনের জাতীয় জ্বালানী অবকাঠামোর বিরুদ্ধে যে সমস্ত স্ট্রাইক মিশনের সূচনা করেছিল, তার "মূলে ছিল" ক্ষেপণাস্ত্রগুলি। তারা রাশিয়াকে "রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতর থেকে" অস্ত্রশস্ত্র ছুঁড়তে সাহায্য করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক শুক্রবার ওয়াশিংটনে কথা বলেছেন এবং উভয়েই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য তাদের দীর্ঘমেয়াদী সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তাদের আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় ব্লিংকেন বলেন, বিশ্বের আরও অন্যান্য কয়েক ডজন দেশসহ, জার্মানি এবং যুক্তরাষ্ট্র, ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তারা রাশিয়ার আক্রমণের পর, কেবল টিকে থাকার নয় বরং উন্নতির জন্যও ইউক্রেনের দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়েও আলোচনা করেছেন।

বেয়ারবক ব্লিংকেনের মন্তব্যের প্রতিধ্বনি করে বলেছেন, তিনি ব্লিংকেনের সাথে আলোচনা করেছেন, কীভাবে যুক্তরাষ্ট্র এবং জার্মানি ইউক্রেনে তাদের সহায়তা আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে পারে।

এই দুই শীর্ষ কূটনীতিককে রাশিয়ার অভ্যন্তরে পৌঁছাতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ইউক্রেনের বর্তমান অনুরোধ এবং সেগুলি সরবরাহে পশ্চিমাদের অনিচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

বেয়ারবক বলেন, জার্মানি এবং অন্যান্য নেটো মিত্ররা রাশিয়ার আক্রমণের শুরু থেকেই ইউক্রেনকে বলেছিল যে তাদের অস্ত্র সরবরাহ ইউক্রেনের আত্মরক্ষা এবং ইউক্রেনের মধ্যে পুনরুদ্ধার করা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী এই সপ্তাহের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। মঙ্গলবার এবং বুধবার তিনি টেক্সাসের একটি বিমান ঘাঁটিতে গিয়েছিলেন, যেখানে জার্মান পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। ইউক্রেনের প্রতি তাদের অব্যাহত সমর্থন নিয়ে আলোচনা করতে তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের সাথে দেখা করেছেন।

অন্যদিকে, শুক্রবার বুখারেস্টে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভের সাথে এক বৈঠকের পর, রোমানিয়ার পরিবহন মন্ত্রী সোরিন গ্রিন্ডিয়ানু বলেছেন, তাঁর দেশ আগামী মাসগুলিতে তাদের কনস্টান্টা বন্দরের মাধ্যমে ইউক্রেনীয় শস্যের জন্য মাসিক ট্রানজিট ক্ষমতা দ্বিগুণ করে ৪০ লাখ মেট্রিক টন করার পরিকল্পনা করেছে।

এক যৌথ সংবাদ সম্মেলন কুব্রাকভ বলেন, তারা অক্টোবরের শুরু নাগাদ বন্দরের স্ক্ষমতা দ্বিগুণ করার আশা করছেন, যা ইউক্রেনকে তার রপ্তানি সমস্যাগুলির কমপক্ষে অর্ধেক সমাধান করতে সহায়তা করতে পারে।

ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার বলেছে যে তারা রাশিয়ার সৈন্যদের সাথে তীব্র যুদ্ধের পর রাশিয়া-অধিকৃত শহর বাখমুতের মূল ফ্রন্ট লাইনের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দক্ষিণে আন্দ্রিভকা গ্রামটি পুনরুদ্ধার করেছে।

ইউক্রেনের দীর্ঘস্থায়ী, বহুমুখী পাল্টা আক্রমণে সর্বশেষ বিজয় এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ওয়াশিংটন সফরের মাত্র কয়েকদিন আগে।

এছাড়াও শুক্রবার, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে, এই সপ্তাহের শুরুতে ক্রাইমিয়াতে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের নৌ সদর দফতরকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা এমন ভাবে আঘাত হেনেছে, যা কয়েক সপ্তাহ বা সম্ভবত কয়েক মাসের জন্য এর অংশগুলিকে বিকল করে দিতে পারে।

ল্যান্ডিং শিপ মিনস্ক এবং কিলো ৬৩৬.৩ ক্লাস সাবমেরিন রোস্তভ-অন-ডন বেসের শুকনো ডকগুলিতে সেভমর্জাভোড শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, ঠিক তক্ষুনি বুধবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

মন্ত্রক বলেছে, " এতে বোঝা যায় যে মিনস্ক প্রায় নিশ্চিতভাবে কার্যত ধ্বংস হয়ে গেছে, যখন রোস্তভ সম্ভবত বিপর্যয়কর রকম ক্ষতির সম্মুখীন হয়েছে।"

মন্ত্রকের প্রতিবেদন অনুসারে, সাবমেরিনটি চালু করতে এবং চালানোর যে কোনও প্রচেষ্টার জন্য অনেক বছর লাগতে পারে এবং এতে কয়েক কোটি ডলার খরচ হতে পারে।

ব্রিটিশ মন্ত্রকের মতে, রোস্তভ ছিল চারটি ব্ল্যাক সি ফ্লিটের ক্রুজ-মিসাইল সক্ষম সাবমেরিনগুলির মধ্যে একটি, যেগুলি "ইউক্রেনকে আঘাত করতে এবং কৃষ্ণ সাগর এবং পূর্ব ভূমধ্যসাগর জুড়ে রাশিয়ার শক্তিকে দুর্বল করতে একটি প্রধান ভূমিকা পালন করেছে।"

এদিকে, ইউক্রেনকে আরও সাহায্য দেওয়া হবে কিনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ক্রমশ বিভক্ত হয়ে পড়ছেন। প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক সাহায্য হিসেবে ১৩শ’ কোটি ডলার এবং আরও ৮০০ কোটি ডলার মানবিক সহায়তার জন্য চাইছেন, কিন্তু কিছু কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ইউক্রেনে আরও সাহায্য পাঠানোর বিরোধিতা করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর, আগামী সপ্তাহে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেনের সাথে জেলেন্সকি দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG