অ্যাকসেসিবিলিটি লিংক

অতিরিক্ত রেডিয়েশনের কারণে আইফোন ১২ বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দিল ফরাসি এজেন্সি


লস অ্যাঞ্জেলসের একটি অ্যাপল স্টোরে আইফোন ১২ দেখা যাচ্ছে। ২৪ জুন, ২০২১। ফাইল ছবি।
লস অ্যাঞ্জেলসের একটি অ্যাপল স্টোরে আইফোন ১২ দেখা যাচ্ছে। ২৪ জুন, ২০২১। ফাইল ছবি।

ফ্রান্সের একটি সরকারি নজরদারি সংস্থা অ্যাপলকে ফ্রান্সের বাজার থেকে আইফোন ১২ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। তারা বলেছে, এটি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন খুব বেশি মাত্রায় নির্গত করে।

ন্যাশনাল ফ্রিকোয়েন্সি এজেন্সি, যা জনসাধারণের মধ্যে রেডিও-ইলেক্ট্রিক ফ্রিকোয়েন্সিগুলোর পাশাপাশি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তত্ত্বাবধান করে, তারা মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাপলকে ইতোমধ্যেই ব্যবহৃত ফোনগুলোর জন্য “এই ত্রুটিটি দ্রুত সারাতে সমস্ত উপায় প্রয়োগ করার” আহ্বান জানিয়েছে।

এএনএফআর সংস্থাটি বলেছে, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের জন্য এটি সম্প্রতি আইফোন ১২-সহ ১৪১টি সেলফোন পরীক্ষা করেছে।

এটি বলেছে, তারা হাতে বা পটেকে রাখা একটি ফোন পরীক্ষা করে প্রতি কিলোগ্রামে ৫ পয়েন্ট ৭৪ ওয়াট ইলেকট্রোম্যাগনেটিক শক্তি শোষণের মাত্রা পেয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের প্রতি কিলোগ্রাম ৪ ওয়াট মানের চেয়ে বেশি।

অ্যাপল বলেছে, ২০২০ সালের শেষের দিকে রিলিজ হওয়া আইফোন ১২ একাধিক আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রত্যয়িত হয়েছে এবং বিকিরণের জন্য বিশ্বজুড়ে প্রযোজ্য সমস্ত বিধান এবং মান মেনে চলে।

যেহেতু অনেক টিউমার বিকশিত হতে কয়েক বছর সময় নেয়, বিশেষজ্ঞরা বলছেন, সেলফোনের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি নেই বলে উপসংহারে আসা কঠিন। বিশেষজ্ঞরা তাদের সেলফোন বিকিরণ এক্সপোজার সম্পর্কে উদ্বিগ্ন ব্যক্তিদের ইয়ারফোন ব্যবহার করার বা টেক্সট করার পরামর্শ দিয়েছেন।

XS
SM
MD
LG