অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান গবেষককে তুরস্কের গভীর গুহা থেকে উদ্ধার, তিনি নিজের কর্মকান্ডকে বলেন “খামখেয়ালি অভিযান”


উদ্ধারকারীরা আমেরিকান গবেষক মার্ক ডিকিকে তুরস্কের দক্ষিণাঞ্চলের আনামুরের কাছে মোর্কা গুহা থেকে টেনে আনছে। ১২ সেপ্টেম্বর, ২০২৩। (এপির মাধ্যমে মার্ট গোখান কেওসি/ডিয়া ইমেজ)
উদ্ধারকারীরা আমেরিকান গবেষক মার্ক ডিকিকে তুরস্কের দক্ষিণাঞ্চলের আনামুরের কাছে মোর্কা গুহা থেকে টেনে আনছে। ১২ সেপ্টেম্বর, ২০২৩। (এপির মাধ্যমে মার্ট গোখান কেওসি/ডিয়া ইমেজ)

মঙ্গলবার কর্মকর্তারা বলেন, তুরস্কের একটি হাসপাতালে একজন আমেরিকান গবেষক “সেরে উঠছেন” । একটি গুহায় আটকা পড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এক সপ্তাহের বেশি সময় ধরে এর প্রবেশদ্বারের ১ হাজার মিটার (৩ হাজার ফুটের বেশি) নিচে আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারীরা তাঁকে বের করে নিয়ে আসেন।

মঙ্গলবার স্থানীয় সময় ১২:৩৭’ এ দক্ষিণ তুরস্কের টরাস পর্বতমালার মরকা গুহা থেকে ৪০ বছর বয়সী অভিজ্ঞ কেভার মার্ক ডিকি একটি স্ট্রেচারে থাকার সময় তুরস্ক এবং সমগ্র ইউরোপ থেকে উদ্ধারকারীরা উল্লাস করছিল ও করতালি দিচ্ছিল। তাকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহর মেরসিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ সেপ্টেম্বর পেটে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন ডিকি। কী কারণে এই অবস্থা তা স্পষ্ট বোঝা যায়নি।

উদ্ধারের পররপরই সাংবাদিকদের দ্বারা বেষ্টিত স্ট্রেচারে শুয়ে তিনি তার নয়দিনের অগ্নিপরীক্ষাকে একটি ““খামখেয়ালি অভিযান” ” হিসেবে অভিহিত করেছিলেন।

যারা টরাস পর্বতমালায় ছুটে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ডাঃ জসোফিয়া জাডোর এবং হাঙ্গেরিয়ান উদ্ধারকারী দলে চিকিৎসা সম্পর্কিত উদ্ধারকারী। তিনি গুহার ভেতরে ডিকির চিকিৎসা করা প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন।

বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ড এবং তুরস্কের প্রায় ১৯০ জন বিশেষজ্ঞ চিকিত্সক , প্যারামেডিক এবং গুহা বিষয়ক অভিজ্ঞরা উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। একজন চিকিত্সক এবং অন্য তিনজন থেকে চারজন উদ্ধারকারীর সমন্বয়ের গঠিত দলগুলো সব সময় তার পাশে ছিল।

XS
SM
MD
LG