ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নতুন বন্দর ও রেলপথ করিডোর ভারতকেও ট্রেনপথে জুড়বে। দিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে সপ্তাহান্তে স্পষ্ট হওয়া এই পরিকল্পনা সম্পর্কে নতুন তথ্য দেন তিনি।
এই প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্র মন্ত্রকের সচিব আওসাফ সাইদ বলেন, শুধু বন্দর মারফত সংযোগ নয়, এই করিডোর ভারতে আসা ট্রেনগুলিকে অন্তর্ভুক্ত করবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত রেলপথের মাধ্যমে যুক্ত হবে। এটাই যথাযথ ব্যাখ্যা। ভারত রেলপথ নির্মাণ করছে না।
এই বহুজাতিক রেল ও বন্দর চুক্তিকে চীনের উচ্চাকাঙ্ক্ষী ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র পাল্টা হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই চুক্তিতে সদস্য হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও সংযুক্ত আরব আমিরাত।
সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালিহ পরে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, করিডরটি "সিল্ক রুট ও স্পাইস রোডের সমতুল্য হবে।" পাশাপাশি তিনি যোগ করেন, এটি "বৃহত্তর বিদ্যুৎ সংযোগ, সবুজ উপকরণ এবং প্রক্রিয়াজাত ও তৈরি পণ্য সরবরাহ করবে, যা বিশ্ব বাণিজ্যে ভারসাম্য বজায় রাখবে।"
সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফরের সময়, ভারত ও সৌদি আরব স্থানীয় মুদ্রায় বাণিজ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে। পাশাপাশি ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা ত্বরান্বিত করার কথাও হয়। সৌদি আরব এই পরিষদের সদস্যও বটে।