স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির কারণে, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মহামারীর রূপ ধারণ করেছে বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১০ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থতা হয়েছে। স্বাস্থ্য খাতে সর্বব্যাপী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারী আকারে পৌঁছেছে। এ বছর অতীতের সব রেকর্ড ভেঙেছে ডেঙ্গু পরিস্থিতি।”
তিনি বলেন, “ডেঙ্গুজনিত মৃত্যু দীর্ঘদিন ধরে মিডিয়ার প্রধান শিরোনাম হয়ে আছে। কারণ, প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে মানুষ মারা যাচ্ছেন।”
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু-সংখ্যা সাত শতাধিক, আক্রান্ত দেড় লাখ: জাহিদ মালেক
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে জানিয়েছেন যে সারাদেশে ডেঙ্গু সংক্রমণে সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে; আর আক্রান্ত হয়েছে দেড় লাখ মানুষ। এ সময় তিনি আরো বলেন, “আর মৃত্যু দেখতে চাই না।”
জাহিদ মালেক বলেন, “প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব নয়। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি আরো বলেস, “এডিস মশা সারা দেশে ছড়িয়ে গেছে। দেশে দেড় লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সবাই মিলে কাজ করলে, কোভিডের মতো ডেঙ্গুও নিয়ন্ত্রণ করা যাবে। আর, যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যা কমবে না, মৃত্যু কমবে না। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর, এ জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”