অ্যাকসেসিবিলিটি লিংক

কুচকাওয়াজ ও কূটনৈতিক বিনিময়ের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা দিবস পালিত


উত্তর কোরিয়া সরকার প্রদত্ত এই ছবিতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ৮ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। (৯ সেপ্টেম্বর, ২০২৩)
উত্তর কোরিয়া সরকার প্রদত্ত এই ছবিতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ৮ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। (৯ সেপ্টেম্বর, ২০২৩)

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আধা সামরিক গোষ্ঠীর কুচকাওয়াজ পরিদর্শন এবং কূটনৈতিক বিনিময় করেছেন। সেখানে তিনি চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার অঙ্গীকার করেছেন।

পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন কিম । সেখানে সফররত চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বলেও শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

কুচকাওয়াজে ডেলিভারি ট্রাক এবং ট্রাক্টরের মধ্যে লুকানো রকেট লঞ্চারগুলি সৈন্য ও অস্ত্র বহন করে, যুদ্ধে গেরিলা যোদ্ধা হিসাবে মিলিশিয়াদের ভূমিকা তুলে ধরে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত যোগাযোগ ও কর্মপর্যায়ের সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিমকে পাঠানো এক চিঠিতে বলেছেন, কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে।

সোওলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইসলে বলেন, “চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সহযোগিতা এবং ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের অনুপস্থিতি এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিস্তৃত ফাটলের অবস্থাই প্রকাশ করে।”

শনিবার ভারতের নয়াদিল্লিতে জি-২০ দেশগুলোর দুই দিনব্যাপী বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে । সেখানে পশ্চিমাদের আধিপত্য থাকবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেখানে উপস্থিত হননি।

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনকে সমর্থন করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করতে, কিম এই মাসে পুতিনের সাথে দেখা করতে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG