অ্যাকসেসিবিলিটি লিংক

আজ রানী এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী  


People pass by an image of Queen Elizabeth II projected onto a large screen at Piccadilly Circus, in London, Sept. 8, 2022.
২০২২ সালের ৮ সেপ্টেম্বর লন্ডনের পিকাডিলি সার্কাসে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর একটি বড় পর্দায় রানী দ্বিতীয় এলিজাবেথের প্রদর্শিত একটি ছবি।
People pass by an image of Queen Elizabeth II projected onto a large screen at Piccadilly Circus, in London, Sept. 8, 2022. ২০২২ সালের ৮ সেপ্টেম্বর লন্ডনের পিকাডিলি সার্কাসে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর একটি বড় পর্দায় রানী দ্বিতীয় এলিজাবেথের প্রদর্শিত একটি ছবি।

আজ শুক্রবার ইংল্যান্ডের (প্রয়াত) রানী এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে এই দিনটিতে তিনি স্কটল্যান্ডে তার প্রিয় বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান।

রানীর মৃত্যুর পরপরই তার পুত্র চার্লস রাজা হিসেবে স্থলাভিষিক্ত হন। চার্লস বলেন, তিনি এবং তার স্ত্রী ক্যামিলা স্কটিশ রাজকীয় প্রাসাদে নীরবে দিনটি অতিবাহিত করবেন।

অনলাইনে এক বিবৃতিতে রাজা চার্লস বলেন, “প্রয়াত রানীর মৃত্যুর প্রথম বার্ষিকী এবং আমার দায়িত্ব গ্রহণ উপলক্ষে, আমরা অত্যন্ত ভালবাসার সঙ্গে তাঁর দীর্ঘ জীবন, তার নিবেদিত কর্মময় জীবন এবং আমাদের অনেকের কাছে তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা স্মরণ করছি।”

রানীর মৃত্যুবার্ষিকীতে রাজপরিবার ১৯৬৮ সালে বিখ্যাত ফটোগ্রাফার সিসিল বিটনের তোলা রানীর একটি দুর্লভ ছবি শেয়ার করেছে। ছবিটি এর আগে বিটনের আলোকচিত্রের একটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল।

XS
SM
MD
LG