অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরে রুশ হামলায় ১৬ জন নিহত


ইউক্রেনের এক শহরে রুশ হামলার পর আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ৬ সেপ্টেম্বর, ২০২৩।
ইউক্রেনের এক শহরে রুশ হামলার পর আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ৬ সেপ্টেম্বর, ২০২৩।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার পূর্ব ইউক্রেনের শহর কোস্তিয়ানতিনিভকার কেন্দ্রীয় বাজারে রাশিয়ার হামলায় কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হামলার নিন্দা করে বলেন, বাখমুত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, যেখানে কয়েক মাস ধরে প্রচণ্ড যুদ্ধ চলছে, সেখানে যুদ্ধক্ষেত্রের বর্তমান ফ্রন্ট লাইনের কাছাকাছি শিল্প শহরে একটি বাজার, দোকান এবং একটি ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেন্সকি বলেন, “এই রুশ দানবকে যত দ্রুত সম্ভব পরাজিত করতে হবে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইউক্রেনীয় নেতাদের সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর পাল্টা আক্রমণের পাশাপাশি পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে কিয়েভে একটি অঘোষিত সফরে গিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, ব্লিংকেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এবং পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবার সাথে সাক্ষাৎ করবেন।

ব্লিংকেন আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারের বেশি সহায়তা প্রদানের ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের এই পর্যায়ে যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন, বুধবার ওডেসা অঞ্চলের একটি বন্দর এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার আক্রমণ তিন ঘণ্টা ধরে চলেছিল এবং ইজমাইলের দানিউব নদী বন্দরে কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

বুধবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে ব্যবহার করেছিল। এছাড়া ইউক্রেন রাশিয়ার ২৫টি ড্রোনের মধ্যে ১৫টি ধ্বংস করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে মঙ্গলবার গভীর রাতে একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ব্রায়ানস্কের আঞ্চলিক গভর্নর বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG