অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ টিকিট তুলে দিল অমিতাভ বচ্চনের হাতে


অমিতাভ বচ্চনের হাতে সেই গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি পোস্ট করে ক্রিকেট বোর্ড লিখেছে, “সোনালি তারকার হাতে সোনালি টিকিট।
অমিতাভ বচ্চনের হাতে সেই গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি পোস্ট করে ক্রিকেট বোর্ড লিখেছে, “সোনালি তারকার হাতে সোনালি টিকিট।

ক্রিকেট বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মঙ্গলবার ৫ অগাস্ট বিসিসিআই অর্থাৎ ভারতের ক্রিকেট বোর্ড বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। এরইমধ্যে আরও বড় চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শুরুর এক মাস আগে ভারতীয় চলচ্চিত্র জগতের আইকন তথা বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

অমিতাভ বচ্চনের ক্রিকেট প্রীতির কথা ভারতের কারও অজানা নয়। রুপোলি দুনিয়ার মানুষ হলেও ২২ গজ নিয়ে তার অগাধ আগ্রহ, প্যাশন। আর সেই কারণেই বিশ্বকাপ শুরুর আগেই এদিন তাকে সম্মান জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

অমিতাভ বচ্চনের হাতে সেই গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি পোস্ট করে ক্রিকেট বোর্ড লিখেছে, “সোনালি তারকার হাতে সোনালি টিকিট। মাননীয় বিসিসিআই সচিব জয় শাহের মাধ্যমে সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিতে পেরে আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি। কিংবদন্তি এই শিল্পী আদ্যোপান্ত ক্রিকেট অনুরাগী। তাই খেলার মাঠে ওর সমর্থন আমাদের দলকে অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, এদিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে জাতীয় দলের নির্বাচক অজিত আগরকার এবং অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন। সেই দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুরের মত তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা। তবে আশ্চর্যজনকভাবে বাদ গিয়েছেন সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার ঘরের মাঠে অর্থাৎ ভারতে বিশ্বকাপ। সেখানে অশ্বিনের মত অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন ছিল বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

XS
SM
MD
LG