অ্যাকসেসিবিলিটি লিংক

বিটলসের হারানো একটি বেইস গিটার খুঁজতে নতুন উদ্যোগ


পল ম্যাককার্টনির ১৯৬৪ সালের হফনার ৫০০/১ ভায়োলিন বেইস গিটার দেখাচ্ছেন এক নিলাম কর্মী। টোকিওতে বিটলস-এর স্মারক সংগ্রহের নিলামের সময়। এই নিলাম আন্তর্জাতিকভাবে টিভিতে সম্প্রচারিত হয়। ২২ মার্চ, ১৯৯৭।
পল ম্যাককার্টনির ১৯৬৪ সালের হফনার ৫০০/১ ভায়োলিন বেইস গিটার দেখাচ্ছেন এক নিলাম কর্মী। টোকিওতে বিটলস-এর স্মারক সংগ্রহের নিলামের সময়। এই নিলাম আন্তর্জাতিকভাবে টিভিতে সম্প্রচারিত হয়। ২২ মার্চ, ১৯৯৭।

বিটলস-খ্যাত পল ম্যাককার্টনির হারিয়ে যাওয়া গিটারের খোঁজে বিশ্বজুড়ে তল্লাশি শুরু করেছেন এক গিটার বিশেষজ্ঞ ও দুই সাংবাদিক। তারা এই রহস্যের সমাধান করতে উঠে পড়ে লেগেছেন। একে ‘রক অ্যান্ড রোলের ইতিহাসে সবচেয়ে বড় ধাঁধা’ বলে অভিহিত করেছেন তারা।

আজীবন বিটলস-ভক্ত এই ত্রয়ী সন্ধান করছেন ম্যাককার্টনির আসল হফনার বেইস গিটারের। এই গিটার শেষ দেখা গিয়েছিল ১৯৬৯ সালে, লন্ডনে। সাবেক ‘ফ্যাব ফোর ফ্রন্টম্যান’-এর কাছে এই বাদ্যযন্ত্রকে ফিরিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন এই তিনজন।

১৯৬০-এর দশক জুড়ে ম্যাককার্টনি এই গিটার বাজিয়েছেন। হামবুর্গের টপ টেন ক্লাব, লিভারপুলের ক্যাভার্ন ক্লাবেও তার হাতে ছিল এই বাদ্যযন্ত্র। এমনকি, বিটলস-এর শুরুর দিনগুলিতে লন্ডনের অ্যাবে রোড স্টুডিওতে রেকর্ডিং-এর সময় ব্যবহৃত হয়েছে এটি।

এই সন্ধান-কাজে সুবিধার জন্য নতুন একটি ওয়েবসাইটও (thelostbass.com) বানিয়েছেন এই ত্রয়ী। এই ওয়েবসাইটে তারা লিখেছেন, "ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেইস গিটারের জন্য এই অনুসন্ধান। আর এটি হল পল ম্যাককার্টনির আসল হফনার।"

“এই বেইস গিটারের সুরই আপনারা শুনতে পান ‘লাভ মি ডু’, ‘শি লাভস ইউ’ ও ‘ট্যুইস্ট অ্যান্ড শাউট’ গানে। এই বেইস-ই বিটলম্যানিয়া জাগিয়েছিল এবং আধুনিক বিশ্বের সঙ্গীতকে এক অনন্য রূপ দিয়েছিল।”

১৯৬১ সালে হামবুর্গ থেকে ম্যাককার্টনি এই বাম-হাতি হফনার ৫০০/১ ভায়োলিন বেইস কিনেছিলেন প্রায় ৩০ পাউন্ড দিয়ে। এর বর্তমান মূল্য প্রায় ৫৫০ পাউন্ড (৫৮৫ ডলার)। এই সময় টপ টেন ক্লাবে চারমাস ছিল বিটলস-এর গান।

এটি কেনার প্রায় আট বছর পর, ১৯৬৯ সালের জানুয়ারিতে যখন এই ব্যান্ড মধ্য লন্ডনে ‘গেট ব্যাক/লেট ইট বি’ রেকর্ড করছিল তখন এই বেইস গিটারটি উধাও হয়ে যায়।

সেই গিটারের সন্ধানে নামা এই দল জানিয়েছে, তারপর থেকে এটি আর নজরে পড়েনি। তবে, এ নিয়ে "বছরের পর বছর ধরে অসংখ্য তত্ত্ব ও নকল দর্শনের ঘটনা উঠে এসেছে।"

এটি বর্তমানে কোথায় ও কোন পরিস্থিতিতে রয়েছে তা জানতে নতুনভাবে আবেদন করে এই দল জোর দিয়ে বলেছে যে, তাদের এই অভিযান কেবল একটা “খোঁজ মাত্র, কোনও তদন্ত নয়।” উল্লেখ করা হয়েছে, সমস্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।

XS
SM
MD
LG