অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎ করার সময়। ১৯ জুন, ২০২৩। ফাইল ছবি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎ করার সময়। ১৯ জুন, ২০২৩। ফাইল ছবি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে এই সপ্তাহের গ্রুপ অফ টুয়েন্টি শীর্ষ সম্মেলন দৃশ্যত এড়িয়ে যাচ্ছেন। কারণ দেশ দুটির সম্পর্ক বরফশীতল অবস্থা পার করছে।

পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং ৯-১০ সেপ্টেম্বরের সমাবেশে চীনের প্রতিনিধিত্ব করবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রক এটির ওয়াবসাইটে এক বাক্যের একটি নোটিসে একথা জানায়।

চীন এবং ভারতের মধ্যকার সম্পর্ক তাদের বিরোধপূর্ণ সীমান্তে বরফশীতল হয়ে উঠেছে। তিন বছর আগে তাদের মধ্যকার উত্তেজনার ফলে লাদাখে সংঘর্ষ হয়। এর ফলে ২০ জন ভারতীয় সেনা এবং চারজন চীনা সৈন্য নিহত হয়। এটি দুর্গম পাহাড়ি এলাকায় একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থায় পরিণত হয়েছে। সেখানে প্রতিটি পক্ষ কামান, ট্যাংক এবং ফাইটার জেটসহ কয়েক হাজার সামরিক কর্মীকে মোতায়েন করেছে।

চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য এবং ভারতের কৌশলগত সম্পর্ক নিয়েও বিরোধ বৃদ্ধি পেয়েছে। ভারত এবং চীন উভয়েই একে অপরের সাংবাদিকদের বহিষ্কার করেছে।

মাও সে তুং-এর পর থেকে শি যেকোনো চীনা নেতার চেয়ে দেশের অভ্যন্তরে বেশি ক্ষমতা সঞ্চয় করেছেন। তিনি দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক স্বার্থ এবং স্ব-শাসিত তাইওয়ানের প্রতি ক্রমবর্ধমান আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছেন। চীন প্রয়োজনে বলপ্রয়োগ করে তাইওয়ানকে অধিগ্রহণ করার হুমকি দিয়ে থাকে।

শি জিনপিং-ই শীর্ষ সম্মেলনে অনুপস্থিত একমাত্র বিদেশী রাষ্ট্রপ্রধান নন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন, তিনিও শীর্ষ বৈঠকটি এড়িয়ে যাবেন। তবে তিনি আগামী মাসে তাদের ঘনিষ্ঠ অংশীদার চীন সফর করার পরিকল্পনা করছেন।

XS
SM
MD
LG